সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ধর্মের নামে নির্বিচারে হত্যালীলা ঘটানোর সন্ত্রাসে পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ভারতের মনে ক্ষোভ-বিদ্বেষের সঞ্চার হয়েছে। যার জেরে রোষানলে পড়তে হচ্ছে পাকিস্তানি তারকাদেরও। শোকপ্রকাশ করার পরও লাগাতার নেটপাড়ায় কটাক্ষের শিকার তাঁরা। উপরন্তু বলিউডের ফিল্ম সংগঠনগুলির তরফে পাক তারকাদের চিরতরে ভারতীয় বিনোদুনিয়ায় নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এদেশেও পাক তারকাদের একটা বড় সংখ্যক অনুরাগী রয়েছে। অতঃপর সোশাল মিডিয়ায় তাঁদের সর্বক্ষণের গতিবিধির উপর নজর রাখেন তাঁরা। কিন্তু এবার সম্ভবত সেই অভ্যেসে ছেদ পড়তে চলেছে! কারণ পহেলগাঁও সন্ত্রাসের রেশে একাধিক পাকিস্তানি তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে।
বলিউডে একসময়ে চুটিয়ে কাজ করেছেন রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম থেকে ফাওয়াদ খান, মাহিরা খান, আলি জাফরদের মতো একাধিক শিল্পীরা। তবে পুলওয়ামা কাণ্ডের পর বলিউডের ফিল্ম সংগঠনের কড়া নির্দেশে পাকশিল্পীদের প্রবেশ এদেশে নিষিদ্ধ। সুপ্রিম রায়ে শাপমোচন ঘটলেও এদেশে আর সেভাবে দেখা যায়নি তাঁদের। ‘আবির গুলাল’ সিনেমাটি দিয়ে যদিও ফাওয়াদ খান শিকে ছিঁড়তে চলেছিলেন, তবে পহেলগাঁও হামলার পর সেই পরিকল্পনা বিশ বাঁও জলে! এমন উত্তপ্ত আবহে এবার জানা গেল, ভারতে হানিয়া আমির, মাহিরা খান, আলি জাফর, সজল আলিদের মতো একাধিক পাক তারকার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে।
ভারতীয় কোনও নেটিজেন সেসব পাক তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকতে গেলেই মেসেজ ভেসে উঠছে- “এই অ্যাকাউন্টটির ভারতে কোনও অস্তিত্ব নেই। কারণ আমরা আইনি অনুরোধ মেনে এই কন্টেন্ট সীমাবদ্ধ করেছি।” এদেশে নিষিদ্ধ হওয়া তারকা অ্যাকাউন্টের তালিকায় রয়েছেন আয়েজা খান, সনম সইদ, মায়া আলি, ইকরা আজিজ হুসেন-সহ আরও অনেকে। ভারতীয় দর্শকদের মধ্যে এই পাক তারকারা জনপ্রিয়তা দারুণ। লক্ষ লক্ষ ভারতীয় ফলোয়ার ছিল এযাবৎকাল তাঁদের। তবে অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার পর সেসব আর দেখা যাচ্ছে না। যদিও সাবা কামার, ফাওয়াদ খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের উপর এখনও কোপ পড়েনি। ভারতের নেটিজেনদের কাছে তাঁদের অ্যাকাউন্ট এখনও দৃশ্যমান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.