সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাকিবের সঙ্গে ‘তুফান’ ছবিতে জুটি বাঁধছেন মিমি। এ খবর নতুন নয়। বহু আগেই এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। তবে নতুন খবর হল, শাকিব-মিমির ‘তুফান’ ছবিতে এবার এন্ট্রি নিলেন নতুন নায়িকা মাসুমা রহমান নাবিলা। বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেত্রীকে এবার দেখা যাবে মিমি ও শাকিবের সঙ্গে টেক্কা দিয়ে অভিনয় করতে।
২০১৬ সালে মুক্তি পায় ‘আয়নাবাজি’ এই ছবিতে নাবিলার অভিনয় দর্শকের নজর কাড়ে। বেশ কয়েক বছর আগে ‘আগস্ট ১৯৭৫’ নামে রাজনৈতিক থ্রিলারেও দেখা গিয়েছিল নাবিলাকে। বাংলাদেশে কিন্তু তাঁর আলাদা ফ্যান ফলোয়িং রয়েছে। এই ছবি নিয়ে সংবাদমাধ্যমে নাবিলা জানিয়েছেন ‘বহুদিন পর কাজে ফিরতে পারে দারুণ লাগছে। এখন আমার পুরো ফোকাসটাই এই সিনেমার দিকে। দেখা যাক তুফান ছবি নিয়ে প্রতিক্রিয়া কেমন হয়।’
‘তুফান’ ছবিটির পরিচালনা করেছেন রায়হান রফি। তুফান ছবিটির প্রযোজনা করেছে আলফা আই, চরকি এবং এসভিএফ। হ্যাঁ, একেবারেই তাই। এই ছবিটি আদতে দুই বাংলার যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.