সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো ব্যাকগ্রাউন্ড। সাদা অক্ষরে লেখা। ইংরেজি বর্ণের সাহায্য নিয়ে মিমি মনের কথা লিখলেন। যার বাংলা অর্থ করলে দাঁড়ায়, এখন নকলদের জয় জয়কার বেশি। যদি তুমি আসল হও তাহলে লোকে বিরক্ত হবে!
হ্যাঁ, ইনস্টাগ্রামে ঠিক এমনই এক বক্তব্য পোস্ট করলেন মিমি (Mimi Chakraborty)। তা হঠাৎ এমন ভাবনা কেন টলিউডের সাংসদ- অভিনেত্রীর?
মিমি অবশ্য় এই পোস্টের ক্যাপশনে কিছু লেখেননি। তবে সম্প্রতি যে তাঁর জীবনে কোনও এক ঘটনায় এমন উপলদ্ধি হয়েছে তা স্পষ্ট। কিন্তু কী ঘটনা? নতুন কোনও সম্পর্ক? নাকি পেশাগত কারণ! মিমির এই পোস্ট ঘিরে শুধুই ধোঁয়াশা। অবশ্য এ ব্যাপারে মিমিও মুখে কুলুপ এঁটেছেন।
View this post on Instagram
অন্য়দিকে, মিমির এই পোস্টের কমেন্ট বক্সে হাজার মন্তব্যের ভিড়। বেশ কয়েকজন নেটিজেন তৃণমূল কংগ্রেস ও শিক্ষক নিয়োগের দুর্নীতিকে টেনে কটাক্ষও করেছেন মিমিকে। অনেক অনুরাগী আবার মিমির এই মন্তব্যে সহমত পোষণও করেছেন।
আগামীতে মিমিকে দেখা যাবে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ’ ছবিতে। বিপরীতে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। মূলত থ্রিলার ঘরানার ছবিটি। মুক্তি পাবে পুজোয়। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদার, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য এবং দেবাশিস মণ্ডলকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.