সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংগীত পরিচালক এ আর রহমানের (AR Rahman) পরিবারে খুশির হাওয়া। কারণ, বাগদান সারলেন তাঁর বড় মেয়ে খাতিজা। বছর শেষের ঠিক আগেই গত ২৯ ডিসেম্বর বাগদান সারেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সুসংবাদটি জানিয়েছেন খোদ খাতিজাই।
মাত্র ১৪ বছর বয়সে বাবা এ আর রহমানের দেওয়া সুরে গান করেন খাতিজা। এরপর গত বছর কৃতী শ্যাননের ছবি ‘মিমি’তে গান গেয়েছিলেন তিনি। ‘রক আ বাই বেবি’ গানটি গেয়েছিলেন খাতিজা।
কেরিয়ারের পর এবার ব্যক্তিগত জীবনে থিতু হলেন খাতিজা। রিয়াসদিন শেখ মহম্মদের সঙ্গে বাগদান সারেন। সাউন্ড ইঞ্জিনিয়ার হিসাবে বেশ প্রতিষ্ঠিত তিনি। দু’জনের প্রেমের সম্পর্ক ছিল কিনা, তা জানা যায়নি। তবে বাগদানের কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন খাতিজা।
জীবনসঙ্গীর ছবিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লেখেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি রিয়াসদিনের সঙ্গে বাগদান সেরে ফেললাম। সর্বশক্তিমানের আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে। ২৯ ডিসেম্বর আমার জন্মদিনেই পরিবারের সকলের উপস্থিতিতে বাগদান সারলাম।” খাতিজার বাগদানে স্বাভাবিকভাবেই রহমান পরিবারে খুশির আবহ।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.