সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ‘টাপা টিনি’র সুরে কাবু হলেন অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দা (Navya Naveli Nanda)। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) ব্লক বাস্টার ছবি ‘বেলাশুরু’ র এই গান নিয়েই এখন দিনরাত কাটছে নব্যার। ইনস্টাগ্রামে রিল বানাচ্ছেন, গানের তালে নাচছেনও।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। টলিউড হোক বা বলিউড। তারকারা সোশ্যাল মিডিয়ার হাত ধরে অনুরাগীদের দুর্গাপুজো ও বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছেন নিজের কায়দায়। অমিতাভ বচ্চনের নাতনি নব্যা কিন্তু শুভেচ্ছা জানাতে বেছে নিলেন বাংলার গানকে। ইনস্টাগ্রামে শেয়ার করলেন একটি রিল। যেখানে দেখা গেল দুর্গাপুজোর মণ্ডপে জমিয়ে ঢাক বাজাচ্ছেন, জমিয়ে ভোগ খাচ্ছেন তিনি। আর এই রিলেই নব্যা ব্যবহার করলেন ‘বেলাশুরু’ ছবির জনপ্রিয় গান ‘টাপা টিনি’। এমন রিল শেয়ার করেই শুভ বিজয়ার শুভেচ্ছা জানালেন নব্যা।
নব্যার এই কাণ্ড চোখ এড়ায়নি অমিতাভকন্যা শ্বেতা বচ্চনের। মেয়ের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় শ্বেতা লিখলেন, ‘শুভ বিজয়া নব্যা। তোমার এই ভিডিও দেখলে দিদা দারুণ খুশি হবে। এর উত্তরে নব্যা শুধু লিখলেন, ‘টিনি টিনি টাপা টিনি’। এর থেকেই বোঝা যাচ্ছে, এই গান কতটা তাঁর পছন্দ হয়েছে।
তবে শুধু নব্যা নয়, অমিতাভকন্যা শ্বেতাও এই গানে মুগ্ধ। সারাদিন নাকি তিনি ‘টাপা টিনি’ই শুনছেন। আর ভাই অভিষেককেও এই গান শুনতে অনুরোধ করেছেন শ্বেতা।
View this post on Instagram
নব্যার এই পোস্ট নজরে এসেছে সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর। নব্যার উদ্দেশে ইমন লিখেছেন, ‘নব্যা আমার গাওয়া গান তোমার পছন্দ হয়েছে এটা জেনে সত্যিই আমি আপ্লুত।’
‘বেলাশুরু’ ছবি মুক্তির অনেক আগে থেকেই এই ছবির ‘টাপা টিনি’ গান কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। ফেসবুক, ইনস্টাগ্রাম জুড়ে এই গানের রিলের ছড়াছড়ি। আট থেকে আশি প্রায় সবাই ‘টাপা টিনি’র ছন্দে বার বার নেচে উঠেছেন। ‘বেলাশুরু’ ছবির প্রচারের তুরুপের তাসই ছিল এই গান। আহমেদাবাদ থেকে আমেরিকা, কলকাতা থেকে কানাডা সর্বত্র ছড়িয়ে পড়েছিল ‘টাপা টিনি’। আর এবার সেই ‘টাপা টিনি’ গানে বুঁদ নব্যা নভেলি। বাংলার মাটির গান যে বলিউডেও তোলপাড় ফেলতে পারে, তার প্রমাণ ‘বেলাশুরু’র এই ছবির গান। ‘বেলাশুরু’ (Belasuru) সিনেমার এই গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী, উপালি চট্টোপাধ্যায় ও অনন্যা (খ্যাঁদা) ভট্টাচার্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.