সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, ‘ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ডরায়’। একে নিজেদের দেশের সেনাবাহিনির কর্মকাণ্ডে ওষ্ঠাগত প্রাণ, উপরন্তু মঙ্গলবার মধ্যরাতে পহেলগাঁও সন্ত্রাসের পালটা ভারতের ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor), দুয়ে মিলে পাকনাগরিকদের ত্রাহি ত্রাহি পরিস্থিতি! এমন আবহেই বৈসরন উপত্যকার জঙ্গিহামলায় সরব হওয়া পাক মুলুকের দুই নায়িকা এবার ভারতীয় সেনাবাহিনীর পালটা জবাবে আল্লার শরণাপন্ন। সোশাল মিডিয়ায় অপারেশন সিঁদুরের বিরুদ্ধে গর্জে উঠেছেন মাহিরা খান এবং হানিয়া আমির।
কাশ্মীরের হামলায় যখন পাকিস্তানের দিকে ‘জঙ্গি মদতের’ অভিযোগ উঠেছে, তখন ‘কাপুরুষোচিত কাজ’ বলে প্রতিবাদ করেছিলেন মাহিরা। ইনস্টা স্টোরিতে তিনি লিখেছিলেন, ‘বিশ্বের যে কোনও প্রান্তে যে কোনওরকম হিংসার ঘটনা ঘটানো কাপুরুষোচিত কাজ ছাড়া আর কিছুই নয়! পহেলগাঁও কাণ্ডে যাঁরা ভুক্তভোগী, তাঁদের সকলের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।’ কিন্তু সেই পোস্ট কিছুক্ষণের মধ্যেই ডিলিট করে দিয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী। তার পর থেকেই লাগাতার কটাক্ষের শিকার হতে হয় মাহিরাকে। এমনকী ভারতের হয়ে প্রতিবাদ করায় নিজের দেশেই সমালোচনার মুখে পড়েন মাহিরা। এবার অপারেশন সিঁদুরের (Operation Sindoor) প্রতিবাদ করে পাকিস্তান অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন, ‘প্রকৃত অর্থেই কাপুরুষোচিত হামলা! আল্লা আমাদের দেশকে রক্ষা করুন। আমিন।’ শাহরুখ খান অভিনীত ‘রইস’ সিনেমার সুবাদে ভারতে জনপ্রিয়তা পান পাক মুলুকের নায়িকা মাহিরা খান। শোনা যায়, তার পরও ভারতে বেশ কিছু প্রজেক্ট ছিল তাঁর হাতে। তবে পুলওয়ামা কাণ্ডের পর ‘কোপ’ পড়ে সেসব কাজে! তার পর আর ভারতীয় সিনেদুনিয়ায় প্রতিবেশী দেশের অভিনেত্রীকে দেখা যায়নি। পহেলগাঁও হামলার পর সেই আশাও বিশ বাঁও জলে।
আরেক অভিনেত্রী হানিয়া আমির যিনি বলিউড ব়্যাপার বাদশার ভালো বন্ধু তিনিও বৈসরনে হামলার প্রতিবাদে গর্জে উঠেছিলেন। এবার অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের আকাশে কালো মেঘ দেখছেন পাক অভিনেত্রী। একশব্দে হানিয়ার প্রতিক্রিয়া, ‘কাপুরুষোচিত’। দিন কয়েক আগেই রটেছিল তিনি নাকি মোদিকে পাক সেনাদের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন, যদিও সেই পোস্ট তড়িৎ গতিতে ভাইরাল হওয়ার পর ধোঁয়াশা সরিয়ে হানিয়া জানিয়েছেন, তিনি এরকম কোনও বিবৃতি দেননি। এবার অপারেশন সিঁদুরের পর নেটপাড়ার একপক্ষ অভিযোগ তুলেছে, ‘হানিয়া কি এটাই চাইছিলেন?’
গত মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ধর্মের নামে নির্বিচারে হত্যালীলা ঘটানোর সন্ত্রাসে পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ভারতের মনে ক্ষোভ-বিদ্বেষের সঞ্চার হয়েছে। যার জেরে রোষানলে পড়তে হচ্ছে পাকিস্তানি তারকাদেরও। শোকপ্রকাশ করার পরও লাগাতার নেটপাড়ায় কটাক্ষের শিকার তাঁরা। উপরন্তু বলিউডের ফিল্ম সংগঠনগুলির তরফে পাক তারকাদের চিরতরে ভারতীয় বিনোদুনিয়ায় নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এদেশেও পাক তারকাদের একটা বড় সংখ্যক অনুরাগী রয়েছে। অতঃপর সোশাল মিডিয়ায় তাঁদের সর্বক্ষণের গতিবিধির উপর নজর রাখেন তাঁরা। তবে পহেলগাঁও সন্ত্রাসের রেশে সেই অভ্যোসে ছেদ পড়েছে! কারণ একাধিক পাকিস্তানি তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেওয়া হয়েছে। সেই তালিকায় মাহিরা খান, হানিয়া আমিরের পাশাপাশি আলি জাফর, সজল আলি, আতিফ আসলামরাও রয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.