সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অগ্রিম বুকিংয়েই বক্স অফিসে ঝড় তুলল ‘পুষ্পা ২’ (Pushpa 2)। ‘পুষ্পা’র থেকে যে ‘পুষ্পা ২’ আরও বেশি ঝাঁঝালো, তার প্রমাণ রয়েছে ট্রেলারেই। আর সেই ঝাঁঝেই যে কাবু হতে চলেছে দর্শক, তার ইঙ্গিত পাওয়া যাবে অগ্রিম বুকিংয়েই। হ্য়াঁ, এমনটাই মনে করছেন ট্রেড অ্য়ানালিসিস্টরা।
ব্য়াপারটা একটু বিশদে বলা যাক। ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘পুষ্পা ২’র অ্য়াডভান্স বুকিং। ইতিমধ্য়েই এই ছবি ঘিরে যা আগ্রাহ, তা দেখে বিশেষজ্ঞরা বলছেন, অগ্রিম বুকিংয়েই প্রথম সপ্তাহে ৪৫ কোটির অঙ্ক ছাড়াবে পুষ্পা ২। হিসেব বলছে, শাহরুখের ‘জওয়ান’ প্রথম সপ্তাহে অগ্রিম বুকিংয়ে ৩৫ কোটির ব্যবসা করেছিল। অন্যদিকে দক্ষিণী ছবি ‘কেজিএফ’ ৪০ কোটির টাকার ব্যবসা করেছিল। বিশেষজ্ঞরা বলছেন, এই দুই ছবির রেকর্ডই এবার ভাঙবে ‘পুষ্পা ২’।
প্রসঙ্গত, ‘পুষ্পা ২’ বিশ্বের ৩ হাজার লোকেশনে বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা ২: দ্য রুল’। যা মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সিনে বিশেষজ্ঞদের মতে, এই ছবি ওপেনিং ডে-তেই কেজিএফ ২-এর ব্যবসার রেকর্ড ভেঙে চুরমার করবে। ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে বড়সড় বদল রয়েছে। ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হয়েছে। মাসখানেক আগে মুক্তি পাওয়া ‘পুষ্পা ২- দ্য় রুল’ ছবির টিজার। প্রথম ঝলকেই চমকে দিয়েছেন আল্লু অর্জুন, রশ্মিকারা। টিজার দেখার পর থেকেই এই ছবির জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। এবার শীতকালীন বক্স অফিসে ঝোড়ো হাওয়া দেখার পালা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.