সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিরোনাম পড়ে নিশ্চয়ই চমকে উঠেছেন! ভাবছেন তো এমন আবার হয় নাকি। তবে ঘটেছে কিন্তু এমনটাই।
কাণ্ডটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরকে স্পষ্ট জিজ্ঞাসা করা হয়, ‘অ্যানিম্যাল’ ছবিতে তৃপ্তির দিমরির সঙ্গে যে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন, তা দেখে স্ত্রী আলিয়া কী বলেছেন? রণবীরের স্পষ্ট জববা, ”আলিয়া সব জানেন। এমনকী, এই দৃশ্যে অভিনয় করার আগে আলিয়া আমাকে অনেক টিপস দিয়েছিলেন।”
রণবীরের কথায়, ”আমার আর আলিয়ার মধ্যে কোনও কিছুই গোপন নেই। আমরা সব বিষয়ে কথা বলি। আলিয়াকে আমি জানিয়ে ছিলাম, অ্যানিম্যাল-এর যৌনদৃশ্য নিয়ে আমি খুব টেনশনে রয়েছি। আলিয়াই আমাকে সাহস জুগিয়েছিল।”
‘অ্যানিম্যাল’-এর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কয়েকদিন আগে মুখ খুলেছিলেন তৃপ্তি দিমরিও। তৃপ্তির কথায়, ”অভিনেতার কাজই হল চ্যালেঞ্জ নেওয়া। আর আমি সেই চ্যালেঞ্জ নিয়ে ছিলাম। বুলবুল ছবির ধর্ষণের দৃশ্যে অভিনয় করার থেকে অ্যানিম্যালের দৃশ্যে অভিনয় করা সহজ ছিল। রণবীরের সঙ্গে নগ্নদৃশ্য শুটিং করার সময়, ঘরে শুধু রণবীর, আমি, পরিচালক আর ক্যামেরাম্যানই ছিলাম। বার বারই রণবীর আমার কাছে জানতে চেয়েছিল, আমি ঠিক আছি কিনা। দারুণ সাপোর্ট পেয়েছি রণবীরের। তাই আমার কোনও অসুবিধাই হয়নি। তাই এই দৃশ্য নিয়ে অকারণে সমালোচনা না করাই ভালো।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.