সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাখঢাক যতই থাক, টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের বিয়ের খবর। জল্পনা, আজ অর্থাৎ সোমবারই দক্ষিণ ২৪ পরগনার এক খামারবাড়িতে বসছে বিয়ের আসর। এদিকে রণজয় বিষ্ণুর সোশাল মিডিয়া পোস্টে স্মৃতি মুছে ফেলার বার্তা। আবার স্বস্তিকা দত্তর মিরর সেলফিতে যেন ‘ধূসর’ রঙের প্রলেপ।
গত বর্ষায় প্রথম আলাপ হয়েছিল অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের (Shovan Ganguly)। যিশু সেনগুপ্তর তত্ত্বাবধানে এক রবীন্দ্রসন্ধ্যা উদযাপনের অজুহাতে। অজুহাতই বলা ভালো। বছর ঘুরে বৃষ্টি নামতেই ১৫ জুলাই চার হাত এক হতে চলেছে দুই শিল্পীর। শোভনের আগে রণজয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন সোহিনী। সোমবার একটি ভিডিও শেয়ার করেন বাংলা টেলিভিশনের হ্যান্ডসম হাঙ্ক। ভিডিও সম্ভবত কোনও পুরনো ফটোশুটের। যার ক্যাপশনে রণজয় লিখেছেন, “মুছে ফেলছি স্মৃতি আর খসড়াগুলো করছি খালি।”
View this post on Instagram
একসময় শোভনের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তবে এখন দুজনার দুটি পথ আলাদা। রবিবার নিজের একটি মিরর সেলফি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন টলিপাড়ার নায়িকা। ছবিতে তাঁকে হাত দিয়ে চোখ ঢেকে হাসতে দেখা যাচ্ছে। ক্যাপশনে অভিনেত্রী ‘ধূসর’ রংকে স্বাগত জানিয়েছেন।
View this post on Instagram
প্রসঙ্গত, গত এক বছর ধরে সোশাল মিডিয়া জুড়ে সোহিনী-শোভনের সম্পর্ক নিয়ে নানা জল্পনা-কল্পনা হয়েছে। অবশেষে সেই সমস্ত কিছুর ইতি হতে চলেছে। শোনা যাচ্ছে, আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে রেজিস্ট্রি করে বিয়ে করবেন টলিপাড়ার অভিনেত্রী ও গায়ক। বিয়ের আগের দিন বন্ধুবান্ধবদের সঙ্গে পুল পার্টিও নাকি হয়েছে। সূত্রের খবর মানলে, বিয়ের একদিন বাদে খুব অল্প সংখ্যক আত্মীয়-স্বজন নিয়ে হবে ঘরোয়া বউভাত।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.