সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই টলিপাড়ায় উড়ে বেড়াচ্ছে ঋষি কৌশিক ও দেবযানী চক্রবর্তীর বিচ্ছেদের খবর। আর এই খবরের সূত্রপাত ঋষি কৌশিকের এক ফেসবুক লাইভ। যেখানে কারও নাম না করেও, দাম্পত্য, সম্পর্ক নিয়ে নানা কথা বলতে শোনা গিয়েছিল ঋষি কৌশিককে। আর এবার আচমকাই ফেসবুকে ধর্মাচরণ ও মানসিক অসুস্থতা নিয়ে এমন এক পোস্ট করলে, যা দেখে রীতিমতো হতবাক নেটিজেনরা। অভিনেতার অনুরাগীরা বলছেন, হঠাৎ ঋষির হল কি?
সম্পর্ক, দাম্পত্য, বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে ঋষি কিছু না বললেও, একটার পর একটা পোস্ট দিচ্ছেন সোশাল মিডিয়ায়। তবে এরই মাঝে আচমকাই ধর্ম, ধর্মীয় বিশ্বাস নিয়ে বিস্ফোরক পোস্ট করে বসলেন ঋষি। ঋষি লিখলেন, “একজন মানুষ ভীষণ ভাবে নিজ ধর্মে বিশ্বাস করে। সেই সঙ্গে মানুষটি সব ধর্মকেই খুব শ্রদ্ধা করে। মানুষটি যদি অন্য কোনও ধর্মের কিছু পবিত্র বাণী ইন্টারনেট ব্যবহার করে পড়েন, তবে তাঁকে কি মানসিক রোগী বলা উচিত? যাঁরা বলেন তাঁরা কি নিজেরা আদৌ মানসিক ভাবে সুস্থ? না কি অন্য ধর্মের পবিত্র বাণী পড়া বা জানা পাপ? আর কেউ যদি পড়ে সে কি মানসিক ভাবে অসুস্থ? তোমাদের কী মনে হয়? সকল ধর্মের সকল মানুষের জন্য রইল আমার অশেষ শ্রদ্ধা।”
সম্প্রতি ফেসবুক লাইভে অভিনেতার বিস্ফোরক মন্তব্য শুনে হতভম্ব হয়ে গিয়েছিলেন অনুরাগীরা। ১২ বছরের এক দাম্পত্য যন্ত্রণার কথা ভাগ করে নিয়েছিলেন তিনি। যদিও কারও নাম নেননি। তবে তাঁদের বিয়ের বয়সও ১২। উহ্য রেখেই এক দম্পতির পথচলার গল্প শেয়ার করেন অভিনেতা। ঋষি কৌশিক যে গল্প বলেন, তার সারমর্ম করলে দাঁড়ায়, “বিয়ের আগেই মেয়েটির বিপরীতধর্মী জীবনযাপনের আভাস পায় ছেলেটি। তবে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয় যে, বিয়ের পর পরিস্থিতি বদলে যাবে। কিন্তু হিতে বিপরীত হয় পরিস্থিতি। বদলানো তো দূরঅস্ত ঋষির কথায়, মেয়েটি আরও বেপরোয়া হয়ে ওঠে। এবং ক্রমাগত ছেলেটির জীবনে সর্বত্র নাক গলাতে শুরু করে। জীবনে যখন অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় তখন, ছেলেটি বোঝায়, যে তাঁর পক্ষে আর থাকা সম্ভব হচ্ছে না এভাবে।” এবং একথা বলার পরই অভিনেতা আরও মারাত্মক অভিযোগ তোলেন যে, “মেয়েটিকে সুস্থ পথে বিচ্ছেদের কথা জানালেই সে নাকি থানা-পুলিশ এবং বড় কর্তাদের ভয় দেখায়।” ঋষি কৌশিকের দাম্পত্য যন্ত্রণার কাহিনি নিয়ে যখন সোশাল মিডিয়ায় চর্চা নিরন্তর, ঠিক সেই সময়েই স্ত্রী দেবযানী একটি পোস্ট করে জানান, তিনি মানসিকভাবে বিধ্বস্ত। ঋষি নিজের দোষ ঢাকতেই এসব কথা বলছেন। দেবযানী আইনজীবীর পরামর্শ নিচ্ছেন আপাতত। এর বেশি কিছু বলেত চাননি অভিনেত্রী দেবযানী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.