সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির সেটে মহিলাদের জন্য পোশাকবিধি জারি করেছিলেন সলমন খান (Salman Khan)। একথা সংবাদমাধ্যকে জানিয়েছিলেন ছবির অন্যতম অভিনেত্রী পলক তিওয়ারি। তাতেই শুরু হয়েছিল বিতর্ক। মহিলারা কেমন পোশাক পরবেন তা সলমন কীভাবে ঠিক করতে পারেন? এমন প্রশ্ন উঠেছিল। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন খোদ ভাইজান।
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক। ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমেই বলিউডে নিজের সফর শুরু করেন। ছবিতে সলমনের চরিত্র ভাইজানের ভাই মোহ-র (জসসি গিল) প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। মুক্তির আগে পলক জানিয়েছিলেন, সেটে মেয়েদের পোশাকবিধি চালু করেছিলেন সলমন। জানিয়ে দিয়েছিলেন সেটে প্রত্যেক মেয়ের পোশাক যেন নেকলাইনের নিচে না হয়। তাঁরা যেন ভাল মেয়েদের মতো শরীর ঢাকা পোশাক পরেন।
জনপ্রিয় শো ‘আপ কি আদালত’-এ (Aap Ki Adalat) এই পোশাকবিধি প্রসঙ্গেই সলমনের কাছে জানতে চাওয়া হয়। অভিনেতা বলেন, “আমার মনে হয় নারীদের শরীর খুবই মূল্যবান। তা যত ঢাকা থাকবে ততই ভাল বলে আমার মনে হয়।”
এই শোতেই আবার সলমনের একটি পুরনো বিজ্ঞাপনের জন্য শার্টলেস হওয়ার প্রসঙ্গ তোলা হয়। তখন সলমন বলেন, “তাতে আমি সুইমিং ট্রাঙ্কে ছিলাম। আর সেই সময়ের কথা আলাদা। আজকের সময় বিশেষ ভাল নয়…এখনকার ছেলেদের স্বভাব… যেভাবে ওরা মেয়েদের দিকে তাকায়, জানেনই তো! আপনার বোন, স্ত্রী কিংবা মায়ের দিকে…এটা আমার একেবারেই ভাল লাগে না. আমি চাই না তাঁদের এই ধরনের অপমান সহ্য করতে হোক। “
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.