সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির ঠিক আগেই বড়সড় স্বস্তি পেল সঞ্জয় লীলা বনশালির নতুন ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। বম্বে হাইকোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, বনাশালির এই ছবির মুক্তিতে কোনও বাধা নেই। এই ছবি এক মহিলার লড়াই ও উত্থানের কথা বলে। কোনও ভাবেই এই ছবিতে গাঙ্গুবাইকে অসম্মান করা হয়নি। এমনকী, যৌনপল্লীর মানুষদেরও ছোট করে দেখানো হয়নি।
শুধু এই অভিযোগই নয়, ছবিতে কামাথিপুরাকে যৌনপল্লি হিসেবে তুলে ধরায় ক্ষোভ প্রকাশ করেছিলেন মহারাষ্ট্রের বিধায়ক। প্রতিকার চেয়ে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
হুসেন জায়েদির লেখা ‘মাফিয়া ক্যুইনস অফ মুম্বই’ বইয়ের উপর ভিত্তি করে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ তৈরি করেছেন সঞ্জয় লীলা বনশালি। নাম ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভাট (Alia Bhatt)। এই শুক্রবারই মুক্তি পাচ্ছে ছবিটি। তার আগেই বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন মহারাষ্ট্রর বিধায়ক আমিন প্যাটেল (MLA Amin Patel)। তাঁর অভিযোগ, ছবিতে কামাথিপুরা এলাকার সম্পর্কে ভুল বার্তা দেওয়া হয়েছে। কামাথিপুরা মানেই কিন্তু যৌনপল্লি নয়। এখানকার মহিলারা নিজেদের ক্ষমতায় সসম্মানে বাঁচছেন।
বিধায়কের দাবি, কামাথিপুরা নামের ব্যবহার ছবিতে করা যাবে না। তার বদলে কোনও কাল্পনিক নাম ব্যবহার করা যেতে পারে বা নামের অংশটি মিউট করে দেওয়া যেতে পারে। উল্লেখ্য, ২০১৭ সালে গাঙ্গুবাইয়ের জীবনকাহিনি নিয়ে সিনেমা তৈরি করার কথা প্রথমে প্রকাশ্যে আসে। প্রথমে সিনেমার নাম ঠিক হয়েছিল ‘হীরা মাণ্ডি’। তাতে অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra)। পরে সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। ছবির নাম পালটে রাখা হয় ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। আর মুখ্য চরিত্রে বেছে নেওয়া হয় আলিয়া ভাটকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.