সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডাক্তার বক্সী ছবির পোস্টার দেখেই বোঝা গিয়েছিল নতুন কোনও রহস্য ঘেরা গল্প সিনেপর্দায় বলতে চলেছেন পরিচালক সপ্তাশ্ব বসু। আর টিজার প্রকাশ্যে আসতে সেই রহস্য যেন আরও দানা বাঁধল। ডাক্তার বক্সী ছবির নতুন টিজারে দেখা গেল শুভশ্রীর নতুন অবতার। টিজার অনুযায়ী, এই ছবিতে শুভশ্রীকে দেখা যাবে এক লেখিকার চরিত্রে।
পরিচালক সপ্তাশ্বর আগের ছবি ‘প্রতিদ্বন্দ্বী’তে ডঃ বক্সি চরিত্রের আত্মপ্রকাশ ঘটেছিল। সেই চরিত্রটাকেই আরও এগিয়ে নিয়ে যেতে এবার এই নতুন ছবি। তবে ‘ডঃ বক্সি’ ছবির সঙ্গে আগের ছবির গল্পের একেবারে মিল নেই। বরং নতুন এক গল্পই এই ছবিতে বলবেন সপ্তাশ্ব।
ছবিতে এক জেল থেকে মুক্তি পাওয়া অপরাধীর চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্তকে। এখানে শুভশ্রীর চরিত্রের নাম মৃণালিনী। ছবিতে শ্রদ্ধার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মাহি করকে। এই সব চরিত্রকে নিয়েই তৈরি হবে এক রহস্যের গল্প। যার সমাধান ঘটবে ‘ডঃ বক্সি’ ওরফে পরমব্রতর হাত ধরে। এর আগে সপ্তাশ্বর ‘নেটওয়ার্ক’, ‘প্রতিদ্বন্দ্বী’ বেশ প্রশংসিত হয়েছিল।
অন্যদিকে, পুজোয় মুক্তি পেয়েছে পরমব্রত ও শুভশ্রীর ছবি ‘বৌদি ক্যান্টিন’। ইতিমধ্য়েই বক্স অফিসে ছবির ভাল ব্যবসা করছে। ‘বৌদি ক্যান্টিন’ ছবির পরিচালনা করেছেন পরমব্রতই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.