সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বরা ভাস্করের বিয়ে বৈধ নয়! হ্যাঁ, এমনটাই দাবি করেছেন সর্বভারতীয় মুসলিম জামাতের প্রধান মৌলানা শাহবুদ্দিন রিজবি। তাঁর দাবি, স্বরা যেভাবে বিয়ে করেছেন তা একেবারেই বৈধ নিয়ম নয়। স্বরাকে ইসলাম কবুল করতে হবে।
শাহবুদ্দিন রিজবি আরও জানান, ”স্বরাকে ইসলাম কবুল করতে হবে, তবেই এই বিয়ে বৈধতা পাবে। কোনও নারী যদি মূর্তিপূজা করেন, তা হলে কোনও মুসলমান পুরুষ তাঁকে বিয়ে করতে পারবেন না। ইসলামে এই ধরনের বিয়ের জায়গা নেই।”
প্রসঙ্গত, টের পায়নি কাকপক্ষীও। কাউকে না জানিয়েই টুক করে চুপিসারে বিয়ে সেরে ফেললেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ৬ জানুয়ারি স্পেশ্যাল অ্য়াক্টে আদালতে বিয়ের রেজিস্টার করে, ১৬ ফেব্রুয়ারি আইনি বিয়ে সেরে ফেললেন স্বরা। পাত্র সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ। সোশ্যাল মিডিয়ায় এই বিয়ের খবর সামনে আসতেই হইচই। নেটিজেনের একাংশ যেমন শুভেচ্ছা জানিয়েছেন স্বরাকে। তেমনি কেউ কেউ স্বরাকে ব্যঙ্গ করতেও ছাড়েননি। ফাহাদের সঙ্গে বিয়ের ছবি দেখে ট্রোলডও হচ্ছেন স্বরা। অনেকে তো বলছেন, মাত্র দু’সপ্তাহ থেকেই ভাইয়া থেকে সইয়াঁ! এ কেমন ব্যাপার?
আসল গপ্পোটা হল, ২ তারিখ ছিল স্বরার স্বামী ফাহাদের জন্মদিন। আর সে দিন টুইটারে ফাহাদকে শুভেচ্ছা জানানোর সময় ভাই সম্বোধন করেন স্বরা। স্বরা লিখেছিলেন, ‘শুভ জন্মদিন ফাহাদ মিয়া। কামনা করি ভাইয়ের আত্মবিশ্বাস অটুট থাকুক। আনন্দে থেকো, থিতু হয়ো, বয়স বাড়ছে, এ বার একটা বিয়ে করে নাও। বছরও দারুণ কাটুক।’ ব্যস, নেটিজেনরা স্বরার সেই পুরনো টুইট প্রকাশ্যে এনে শুরু করে দিয়েছেন ঠাট্টা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.