সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় মেয়েদের প্রায়ই কটাক্ষের মুখে পড়তে হয়। বিষয়টা খানিক যেন জলভাতের মতোই হয়ে দাঁড়িয়েছে! স্কার্টের ঝুল মাপা, ব্লাউজের গভীরতা মাপা থেকে শুরু করে শাড়ি আঁচল সরে গিয়ে কেন নাভির অংশ বেরলো?… বক্ষ বিভাজিকা উঁকি দিল?… নেটজনতাদের আতস কাচ যেন তৈরিই থাকে সবসময়ে! আর তার প্রভাবও স্পষ্ট পরিলক্ষিত হয় ছবির কমেন্ট বক্সে। একের পর এক অশালীন, কদর্য মন্তব্য উপচে পড়ে! কেউ প্রতিবাদ করে আবার কেউ বা এড়িয়ে যায়। কিন্তু তাতে কি আদৌ সমস্যার সমাধান হবে? আর প্রোফাইল ব্লক, রিপোর্ট করেই বা কতদিন চলবে! সেই প্রসঙ্গেই এবার সরব হলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)।
স্বস্তিকা নিজেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় কদর্য মন্তব্যের শিকার হয়েছেন। পালটা দিতেও ছাড়েননি স্পষ্টভাষী অভিনেত্রী। রুখে না দাঁড়ালে এই ঘটনার যে পুনরাবৃত্তি ঘটতেই থাকবে, তা উপলব্ধি করতে পেরেই নতুন উদ্যোগ নিলেন অভিনেত্রী। নারীদের প্রতি কটুক্তি বা অশালীন আচরণের বিরুদ্ধে প্রতিবাদের জন্য সবাইকে একজোট হওয়ার আবেদন জানিয়েছেন স্বস্তিকা। শুধু তাই নয়, ফেসবুকে ‘ইন্ডিয়া এগেইনস্ট অ্যাবিউস’ নামে একটি পিটিশন সাইনের আর্জিও জানান অনুরাগীদের কাছে।
এর পাশাপাশি আরেকটি স্ক্রিনশট পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে একটি অ্যাকাউন্ট থেকে অশ্লীল ভাষায় আক্রমণ করা হয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। উল্লেখ্য, এবারও সেই ফেসবুককে হাতিয়ার করেই কদর্য মন্তব্য ধেয়ে এসেছে অভিনেত্রীর দিকে। তবে তাঁর উদ্দেশে কটূক্তি উড়ে এলে, তিনি কিন্তু চুপ করে বসে থাকার পাত্রী নন। এবারও থাকেননি। সংশ্লিষ্ট প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে শেয়ার করে আবারও চোখে আঙুল দিয়ে এই সমাজেরই একাংশের ঘুণধরা মানসিকতা দেখিয়ে দিয়েছেন। আদৌ এই মানসিক অসুস্থতা কোনওদিন সারবে কিনা, সে বিষয়েও সন্দিহান অভিনেত্রী!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.