সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন ‘ইশক কা রং সফেদ’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী স্নেহাল রাই। খবর অনুযায়ী, মুম্বই-পুনে হাইওয়েতে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে অভিনেত্রীর গাড়ি। গাড়ির সামনেটা একেবারে দুমড়ে-মুচড়ে যায়। তবে কপাল জোরে বেঁচে যান অভিনেত্রী স্নেহাল ও তাঁর গাড়ির চালক। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে হাজির হন স্থানীয় পুলিশ।
এই দুর্ঘটনার পর সংবাদমাধ্যমকে স্নেহল জানিয়েছেন, ‘আমি কিছু টের পাওয়ার আগেই এই ঘটনাটা ঘটে গেল। আচমকাই একটি ট্রাক এসে আমাদের গাড়িতে জোরে ধাক্কা মারে। তবে আমার গাড়ির চালক উপস্থিত বুদ্ধি কাজে লাগানোর ফলে অল্পের জন্য বেঁচে যাই। ‘
সম্প্রতি স্নেহাল খবরে আসেন তাঁর থেকে ২১ বছরের বড় এক রাজনৈতিক নেতাকে বিয়ে করার কারণে। বিয়ের ছবির পোস্ট করার অনেকেই স্নেহলকে গোল্ড ডিগার বলে কটাক্ষ করেন সোশ্যাল মিডিয়ায়। এর উত্তরে স্নেহাল জানিয়েছেন, ”হ্যাঁ আমি গোল্ড ডিগার। আমার স্বামীর সোনার মতো হৃদয় চুরি করেছি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.