সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হোক কলরব ফুলগুলো সব, লাল না হয়ে নীল হলো ক্যান’, অর্ণবের কণ্ঠে এ গান অনেকেই শুনেছেন। কিন্তু এই শব্দগুলোর নেপথ্যে কে তা হয়তো অনেকেরই জানা নেই। মানুষটির নাম রাজীব আশরাফ (Rajib Ashraf)। মাত্র ৩৮ বছরেই মৃত্যু হল বাংলাদেশি গীতিকারের।
‘হোক কলরব’ ছাড়াও ‘ধূসর মেঘ’, ‘ঘুম’, ‘রোদ বলেছে হবে’, ‘একটা মেয়ে’, ‘প্রতিধ্বনি’র মতো গানের কথা লিখেছেন রাজীব। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, নাটকও তৈরি করেছেন তিনি। জানা গিয়েছে, ছোটবেলা থেকেই রাজীবের শ্বাসকষ্টের সমস্যা ছিল। গত বৃহস্পতিবার তা তীব্র আকার নেয়। সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক গীতিকারকে হাসপাতালে ভরতি করার পরামর্শ দেন।
বাংলাদেশের সংবাদমাধ্যমকে রাজীবের আয়েশা বেগম কনক জানান, চিকিৎসকের কথা মতো প্রথমে ৩৮ বছরের যুবককে বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ভরতি করানো সম্ভব না হলে আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও গীতিকারকে ভরতি করানো যায়নি। এরপর তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার রাত ১১টায় ভরতি প্রক্রিয়া সম্পন্ন হয়।
এরপর চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা হয়নি। শুক্রবার সকাল এগারোটা নাগাদ শেষনিঃশ্বাস ত্যাগ করেন ৩৮ বছরের লেখক। অল্প বয়সে রাজীবের এভাবে চলে যাওয়া অনেকেই মেনে নিতে পারছেন না। তাঁর আত্মার শান্তি কামনা করেছেন অনেকে। জনপ্রিয় গায়ক অর্ণব লিখেছেন, “রাজীব চলে গেলো! দোয়া কোরো সবাই!”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.