সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশিষ্ট পুতুল নাচের শিল্পী মাগুনি চরণ কুঁয়ারের জীবনাবসান। ওড়িশার কেওনঝড়ের বাসিন্দা ছিলেন তিনি। সারা জীবন ধরে লুপ্তপ্রায় রড পাপেট্রির জন্য কাজ করে গিয়েছেন। তার জন্য পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। ৮৮ বছরের শিল্পীর প্রয়ানে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
১৯৩৭ সালে জন্ম মাগুনি চরণ কুঁয়ারের। মাত্র ১৫ বছর বয়সে তাঁর ‘পুতুল নাচের ইতিকথা’র শুরু। এই নাচ মুগ্ধ করে দিত মাগুনি চরণকে। যেমন শিক্ষা, তেমনই ছিল দক্ষতা। কেওনঝড়ের সীমানা ছাড়িয়ে নানা শহরে যেতে শুরু করেন মাগুনি চরণ। বিভিন্ন জায়গায় নিজের এই পুতুল নাচ দেখিয়েছেন। লুপ্তপ্রায় এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সারাজীবন চেষ্টা করে গিয়েছেন তিনি। প্রসিদ্ধ ভাস্করও ছিলেন মাগুনি চরণ কুঁয়ার। সংলাপ লেখার জন্যও জনপ্রিয়তা ছিল তাঁর।
লুপ্তপ্রায় রড পাপেট্রিতে মাগুনি চরণ কুঁয়ারের অবদানের জন্যই ২০২৩ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মু্র্মুই পুরস্কার তুলে দিয়েছিলেন শিল্পীর হাতে। সেই ছবি X হ্যান্ডেলে শেয়ার করে তিনি লেখেন, “শ্রী মাগুনি চরণ কুঁয়ারের প্রয়াণের খবরে আমি অত্যন্ত শোকাহত। ঐতিহ্যবাহী লোকনৃত্যকে জনপ্রিয় করার জন্য তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। নিজের কাজের মাধ্যমে যে পদচিহ্ন তিনি রেখে গিয়েছেন তা সবসময় অনুপ্রেরণার উৎস হিসেবে থাকবে। শিল্পীর পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল।”
ଓଡ଼ିଶାର ବିଶିଷ୍ଟ କଣ୍ଢେଇ ନୃତ୍ୟଗୁରୁ ଶ୍ରୀ ମାଗୁଣି ଚରଣ କୁଅଁରଙ୍କ ବିୟୋଗରେ ମୁଁ ଅତ୍ୟନ୍ତ ମର୍ମାହତ । ପାରମ୍ପରିକ କଣ୍ଢେଇ ନୃତ୍ୟର ପ୍ରଚାର ପ୍ରସାର ପାଇଁ ସେ ପଦ୍ମଶ୍ରୀ ସମ୍ମାନରେ ସମ୍ମାନିତ ହୋଇଥିଲେ । ସେ ଛାଡ଼ିଯାଇଥିବା ପଦଚିହ୍ନ ସର୍ବଦା ପ୍ରେରଣାର ଉତ୍ସ ହୋଇ ରହିବ । ତାଙ୍କ ଶୋକସନ୍ତପ୍ତ ପରିବାର, ବନ୍ଧୁ-ପରିଜନ ଓ ପ୍ରଶଂସକମାନଙ୍କୁ… pic.twitter.com/fGeocmogtK
— President of India (@rashtrapatibhvn) June 1, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.