সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা ছবিতে এখন গোয়েন্দার ছড়াছড়ি। একদিকে রয়েছে ফেলুদা, অন্যদিকে ব্যোমকেশ, পাশাপাশি রয়েছে কাকাবাবু, কিরীটি, শবর। কিন্তু কেমন যেন অভাব রয়েছে মহিলা গোয়েন্দার। পর্দায় মহিলা গোয়েন্দার দেখা নেই। সেই ঘাটতি কিছুটা পূরণ করেছিল ছোটপর্দার গোয়েন্দা গিন্নি। গোয়েন্দা গিন্নির চরিত্রে ইন্দ্রাণী হালদার দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন। টিআরপির নিরিখে এই মেগা সিরিজ পিছনে ফেলে দিয়েছিল সমস্ত মেগা সিরিয়ালকে। একটার পর একটা রহস্য সমাধান করে গোয়েন্দা গিন্নির হাত ধরে বাঙালির গোয়েন্দাগিরি আরও কয়েকধাপ এগিয়ে গিয়েছিল। এবার ছোটপর্দার গোয়েন্দা গিন্নি অর্থাৎ ইন্দ্রাণী হালদার বড়পর্দাতেও গোয়েন্দার চরিত্রে।
[জানেন, প্রসেনজিতের বতর্মান বান্ধবী টলিউডের কোন স্টার?]
ছবির নাম দৃশ্যান্তর। পরিচালক রানা বন্দ্যোপাধ্যায়ের এই ছবির শুটিং চলছে কলকাতায়। এই ছবিতেই গোয়েন্দার চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রাণী। তবে এখানে গিন্নি বেশে নয়, একেবারে অন্য লুকে দেখা যাবে তাঁকে। শুটিংয়ের ছবি পোস্ট করেন সোশ্যাল সাইটে। যেখানে এক কর্পোরেট গোয়েন্দার লুকে দেখা যায় তাঁকে।
ছবির কেন্দ্রে রয়েছে একটি নাটকের দল। নাটকের পরিচালক অসিত রঞ্জন দাস, তাঁর নাটকের মুখ্যচরিত্রের জন্য বেছে নেন এক জনপ্রিয় অভিনেত্রীকে। সেই অভিনেত্রী নাটকের দলে যোগ দেওয়ার কিছুদিন পরেই খুন হয়ে যান দলেরই আরেক অভিনেত্রী। সন্দেহের তালিকায় পড়ে যান পরিচালক ও ওই জনপ্রিয় অভিনেত্রী। সেই খুনের তদন্তের ভার নেন এক মহিলা গোয়েন্দা। বলা বাহুল্য সেই চরিত্রেই দেখা যাবে ইন্দ্রাণী হালদারকে। পরিচালক অসিতরঞ্জন দাসের চরিত্রে দেবশঙ্কর হালদার ও জনপ্রিয় অভিনেত্রীর চরিত্রে অভিনয় করবেন শ্রাবন্তী। আপাতত জোরকদমে চলছে শুটিং। তবে শুধু কাজই নয়, কাজের মাঝে চুটিয়ে ফটোশুটও করছেন দুই অভিনেত্রী।
[বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী তমান্না ভাটিয়া!]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.