সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই তিনি লাস্যময়ী। তাঁর নাম বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে না এলেও তাঁর সাহসী পদক্ষেপ, তাঁর খোলামেলা ফটোশুট, সিনেমায় তাঁর সেক্সি অবতার তাঁকে তুলে আনে খবরের শীর্ষে। তিনি রাধিকা আপ্তে।
বলিউডের স্টারদের পছন্দের হলিডে বিচ ডেস্টিনেশন মালদ্বীপ। কিন্তু রাধিকা যেহেতু গতানুগতিক পথে হাঁটতে ভালবাসেন না, তাঁর হলিডে ডেস্টিনেশনও তাই বাকিদের থেকে একেবারে আলাদা। ছুটি কাটাতে ইটালি পাড়ি দিয়েছেন এই সুন্দরী। ইতালির টাস্কানিতে জমিয়ে কাটাচ্ছেন অবসর সময়। বিচের লাঞ্চ থেকে শুরু করে আন্ডারওয়াটার সুইমিং, ছুটির জমাটি ছবিও পোস্ট করছেন ইনস্টাগ্রামে।
[বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ রজনীকান্তের মেয়ে]
তবে শুধুই ছবি নয়, সমুদ্রের নিচ থেকে তুলে আনা এক সামুদ্রিক প্রাণীর ভিডিও পোস্ট করেছেন রাধিকা। এখানেই শেষ নয়, সমুদ্রে তাঁর স্পেশাল ড্রাইভও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
[পাপ করেছে আম্বানি পরিবার! বিস্ফোরক দাবি রাখি সাওয়ান্তের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.