সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগে স্বস্তিকা মুখোপাধ্যায় নিজে জানিয়েছিলেন খবরটা। ফের একবার হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন বাঙালি নায়িকা। স্ক্রিনস্পেস শেয়ার করতে চলেছেন সুশান্ত সিং রাজপুতের সঙ্গে। বলিউডের প্রখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার প্রথম ছবি ‘কিজি অওর ম্যান্নি’তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নায়িকাকে। খুব শিগগিরিই শুরু হবে শুটিং। এবারে নায়িকার সঙ্গে শুটিংয়ে যোগ দিতে চলেছেন আরও এক বাঙালি অভিনেতা। স্বস্তিকার স্বামীর চরিত্রে দেখা যাবে তাঁকে।
and the journey BEGINS 💑❤ #KizieAurManny https://t.co/RxBMbjrgRx
— Swastika Mukherjee (@swastika24) July 9, 2018
[হিমা দাসকে গোমাংস ভক্ষণের পরামর্শ, বিতর্কে গায়ক জুবিন গর্গ]
কে সেই অভিনেতা? জানা গিয়েছে, টিম ‘কিজি অওর ম্যান্নি’র সঙ্গে যোগ দিতে চলেছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। হ্যাঁ, ফের একবার হিন্দি ছবিতে দেখা যাবে শাশ্বতকে। বিখ্যাত উপন্যাস তথা ব্লকবাস্টার হলিউড সিনেমা ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’-এর অফিশিয়াল রিমেক ‘কিজি অওর ম্যান্নি’। ছবিতে মুখ্য চরিত্রে সুশান্ত সিং রাজপুত ও সঞ্জনা সাংঘি। ছবিতে সঞ্জনার মায়ের চরিত্রে রয়েছেন স্বস্তিকা। আর শাশ্বতকে দেখা যাবে তাঁর স্বামীর ভূমিকায়।
‘কাহানি’র বব বিশ্বাসের স্মৃতি এখনও দর্শকদের মনে টাটকা। ছোট্ট এক চরিত্রে কতটা দক্ষতা ফুটিয়ে তোলা যায়, তা ওই একটি চরিত্রেই প্রমাণ করে দিয়েছিলেন শাশ্বত। পরে ‘জগ্গা জাসুস’-এ রণবীর কাপুরের বাবার চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতাকে। কিন্তু বলিউডের দর্শক তাঁকে বব বিশ্বাস হিসেবেই মনে রাখতে বেশি পছন্দ করেন। সেই চরিত্রকে কি এই নতুন ছবিতে ছাপিয়ে যেতে পারবেন অভিনেতা? উত্তর ভবিষ্যৎই দেবে। আপাতত যা খবর মিলেছে জামশেদপুরে ছবির শুটিং চলেছে। সেখানে যোগ দিতে চলেছেন শাশ্বত। তারপরই কলকাতায় শুটিং করবেন কলাকুশলীরা।
[নওয়াজের সঙ্গে যৌন দৃশ্য ভাইরাল, কী বলছেন হাওড়ার ইশিকা?]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.