সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাস্যময়ী সানি লিওন। প্রাক্তন এই পর্ন তারকা সবসময়ই খবরের শিরোনামে থাকতেই পছন্দ করেন। বি-টাউনে পা রাখার পর থেকেই তাঁর ভক্তের সংখ্যা বেড়েই চলেছে। আর তিনি নিজেও ভক্তদের কখনও নিরাশ করেন না। মাঝেমধ্যেই ‘বোল্ড’ অবতারে দেখা যায় তাঁকে। এর মধ্যেই সানির একটি টুইট নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।
দু’দিন আগেই নিজের বাথরুমে স্নান করা অবস্থায় একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। যেখানে সাবানের ফেনার মধ্যে স্নানরত অবস্থায় ছিলেন সানি। নিজের টুইটার হ্যান্ডেলে ছবিটি পোস্ট করার পাশাপাশি তিনি লেখেন, ‘আমার মনে হয় একটু বেশি কিছুই করে ফেলেছি।’
I think I over did it with the bubble soap!! Hahaha pic.twitter.com/FnLcwU2NIa
— Sunny Leone (@SunnyLeone) 30 March 2017
এদিকে, শুক্রবার দুবাইতে একটি ফোন লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সানি। তাঁকে দেখতে রীতিমতো ভিড় জমে গিয়েছিল। সেখানে সানি বলেন, ‘দুবাই আমার প্রিয় জায়গাগুলির মধ্যে একটি। এখানে আসতে আমার সবসময় খুব ভাল লাগে।’
Yay! Launching @XtouchPage phone in Dubai!! pic.twitter.com/vr2kEhI4pt
— Sunny Leone (@SunnyLeone) 31 March 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.