সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর ধুমধাম করে বিয়ে করেছিলেন। মাস কয়েক যেতে না যেতেই তিক্ততা চরমে। দ্বিতীয় বিয়ের মাত্র ১০ মাসের মধ্যেই বিচ্ছেদের মুখে হিন্দি টেলিভিশনের অভিনেত্রী দলজিৎ কউর (Dalljiet Kaur)। কেনিয়ার ব্যবসায়ী নিখিল প্যাটেলকে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের পর স্বামীর সঙ্গে বিদেশে গিয়েও ছিলেন। কিন্তু অল্প সময়েই মু্ম্বই ফিরে আসেন। জানান, তিক্ততার কথা। এবার নিখিলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন দলজিৎ।
‘কুলবধূ’, ‘ইস প্যায়ার কো ক্যায়া নাম দু?’, ‘কালা টিকা’, ‘সসুরাল গেন্দা ফুল ২’র মতো সিরিয়ালের মাধ্যমে হিন্দি টেলিভিশনের দর্শকদের কাছে জনপ্রিয়তা পান দলজিৎ। ‘কুলবধূ’ সিরিয়ালের সেটে অভিনেতা শালিন ভানোটের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। ২০০৯ সালে দুজনের বিয়ে হয়। একমাত্র সন্তানের জন্ম হয় ২০১৪ সালে। এর পরের বছরই শালিনের বিরুদ্ধে ঘরোয়া হিংসার অভিযোগ আনেন দলজিৎ। ২০১৫ সালেই দুজনের ডিভোর্স হয়।
২০২৩ সালের মার্চ মাসে নিখিল প্যাটেলকে বিয়ে করেন দলজিৎ। কিন্তু এই সংসারেও অশান্তি। আচমকা ছেলে জেইডনকে নিয়ে মুম্বই চলে আসেন দলজিৎ। প্রথমে শোনা গিয়েছিল, বাবার অস্ত্রোপচারের জন্য তিনি দেশে এসেছেন। কিন্তু তার পরই তিক্ততার কথা জানা যায়। নিখিলের বিরুদ্ধে নির্যাতন ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনেছেন তিনি। মুম্বইয়ের আগরিপড়া থানায় দায়ের করা হয়েছে এফআইআর।
View this post on Instagram
এর আগেও নাকি তাঁকে ও তাঁর ছেলেকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য কেনিয়ার আদালতে নিখিলের বিরুদ্ধে মামলা করেছিলেন দলজিৎ। নিখিলও পালটা হেনস্তার অভিযোগ জানিয়েছেন বলে খবর। অভিনেত্রী আবার ইনস্টাগ্রামে এফআইআরের কথা জানিয়ে মুম্বই পুলিশকে ধন্যবাদও দিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.