সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের বিগ বসের অন্দরে পুরো নজরটাই কেড়ে নিয়েছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। প্রথমে তো বিগ বসের ঘরেই স্বামী ভিকি জৈনের সঙ্গে অশান্তি। আর এবার অঙ্কিতার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। নিন্দুক মহলের হাত ধরে রটে গিয়েছে, অঙ্কিতা নাকি মা হওয়ার নাটক করছেন। টিআরপি ধরে রাখতেই নাকি এমনটা করছেন তিনি!
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিগ বসের প্রাক্তন প্রতিযোগী নাভিদই ফাঁস করলেন সত্যিটা। তিনি জানান, ”অঙ্কিতার অন্তঃসত্ত্বার খবরটা পেয়ে আমি খুব উত্তেজিত। অঙ্কিকা আমাকে বলেছে, বাচ্চার নাম ঠিক করার সময় সাহায্য় করতে। আমার এই নিয়ে অনেক প্ল্য়ান রয়েছে। তবে সঠিক সময় আসুক। তাহলে সবাই সব কিছু জানতে পারবে।”
বেশ কয়েক সপ্তাহ ধরে বিগ বসের ঘরে মেজাজ হারাচ্ছেন অঙ্কিতা। ফলে স্বামীর ভিকির সঙ্গে তুমুল অশান্তিতে জড়িয়ে পড়ছেন। ভিকিরও মাথা গরম। তাই সেই অশান্তি যাচ্ছে চরমে। কিন্তু হঠাৎই ভিকিকে অঙ্কিতা জানান, তাঁর ঋতুস্রাব হয়নি। একথা জানাতে পেরেই, বিগ বসের ঘরের অন্দরে রক্ত ও মূত্র পরীক্ষা হয় অঙ্কিতার। বিগ বসকে অঙ্কিতা জানিয়েছেন, তিনি বাড়ি যেতে চান। তাঁর শরীর একেবারেই ভাল নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.