সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা ‘সারেগামাপা’ (SaReGaMaPa) যাঁরা দেখতেন ঋক বসু তাঁদের কাছে পরিচিত। বাংলার এই যুবক এখন হিন্দি টেলিভিশনের মঞ্চে পৌঁছে গিয়েছেন। আর সেখানে বাংলা গানের কলিতেই হিমেশ রেশমিয়া, অনু মালিক, নীতি মোহনের মতো বিচারকের মন করেছেন।
জিৎ-শুভশ্রী অভিনীত ‘বস’ সিনেমায় ‘মন মাঝি রে’ গানটি গেয়েছিলেন অরিজিৎ সিং। সুরকার জিৎ গঙ্গোপাধ্যায় সেই সুরকে আবার রিক্রিয়েট করেন অজয় দেবগনের ‘সিংহম রিটার্নস’ (শুন লে জরা গান) ছবিতে। হিন্দি গানই গাইতে শুরু করেছিলেন ঋক (Rik Basu)। তার মাঝেই ধরেন বাংলা গানের কলি। তাতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা। হিমেশ রেশমিয়ার মতো বিচারকও ছিল উচ্ছ্বসিত।
View this post on Instagram
ব্যক্তিগত জীবনে অনেক সংগ্রাম করে Zee বাংলার ‘সারেগামাপা’য়ের মঞ্চে যেতে হয়েছিল ঋককে। নিজের গানের সুরে দর্শকদের পাশাপাশি বিচারকদেরও মুগ্ধ করেছিলেন তিনি। এবার সেই ঋকের গানে মুগ্ধ Zee TV-র ‘সারেগামাপা’-এর বিচারকরা। প্রেমিকা ছেড়ে গেলেও তাঁকে ভুলতে নারাজ ঋক। প্রেয়সীর উদ্দেশ্যেই গেয়েছিলেন ‘মন মাঝি রে…’ গান। যা শুনে হিমেশ তাঁকে ‘সাচ্চা আশিক’ খেতাব দেন।
বাংলা ‘সারেগামাপা’র পর নানা অনুষ্ঠানে গেয়েছেন ঋক। সিনেমাতেও প্লে-ব্যাক করেছেন। ‘এই শহরে’, ‘এল মা দুগ্গা’, ‘লগন বয়ে যায়’-এর মতো গান রয়েছে তরুণ গায়কের ঝুলিতে। ‘বারিশ সিজন ২’-তেও ‘দিল কি গুল্লক’ গানটি গেয়েছেন তিনি। এবার সারা দেশের প্রশংসা পাচ্ছেন বাংলার গায়ক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.