সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিং থেকে বাড়ি ফিরেই সংজ্ঞা হারান রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। রোজকার মতো কাজে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই রক্তচ্চাপ কমে গিয়ে অসুস্থ বোধ করেন। বাড়ি ফেরার পথে আবাসনে ঢুকেই মাথা ঘুরে যায় তাঁর! সেখান থেকেই রণজয়কে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে ছোটেন আবাসিকের বাসিন্দারা।
সংবাদ মাধ্যমের কাছে রণজয় বিষ্ণু জানিয়েছেন, বিগত ১৫ দিন ধরেই তিনি নাকি অসুস্থ বোধ করছিলেন। শুটে গিয়ে অসুস্থ বোধ করায় ডাক্তার ডাকা হয়। তখনই দেখা যায়, রক্তচ্চাপ অনেকটা নেমে গিয়েছে। মঙ্গলবার বাড়ি ফিরেই আবাসনের নিচে অজ্ঞান হয়ে যান তিনি। গত কয়েক দিনের অসম্ভব স্ট্রেস বা মানসিক চাপ থেকেই এমনটা হয়েছে বলে জানান রণজয় বিষ্ণু। কেমন আছেন এখন অভিনেতা?
হাসপাতালে এক রাত কাটিয়ে বুধবার বাড়ি ফিরেছেন ঠিকই তবে ডাক্তাররা প্রচুর বিশ্রামের পরামর্শ দিয়েছেন রণজয়কে। যদিও ধারাবাহিকের কাজ থাকায় ছুটি নিতে নারাজ অভিনেতা। কারণ মেগার অনেকগুলো গুরুত্বপূর্ণ দৃশ্য তাঁকে ঘিরেই। তবে চিকিৎসকের পরামর্শ মেনে যথাযথ বিশ্রাম নেবেন বলে জানিয়েছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.