সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড তারকাদের প্রিয় ওরি (Orry) ওরফে ওরহান আত্রামানির সঙ্গে চুটিয়ে পার্টি করলেন তৃণা সাহা (Trina Saha)। কলকাতার নাইটক্লাবের সোফায় উঠে তুমুল নাচ করতে থাকেন ওরি। তা দেখেই হাসতে থাকেন তৃণা। সেই ভিডিও আবার শেয়ার করেন সোশাল মিডিয়ায়।
আম্বানিদের পার্টি হোক বা মণীশ মালহোত্রার প্রি-দিওয়ালি পার্টি, বি-টাউনের হেন কোনও অনুষ্ঠান নেই যাতে ওরিকে দেখা যায় না। রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন থেকে সুহানা খান, জাহ্নবী কাপুর, সলমন খান, সবার কাঁধে হাত রেখে ছবি তুলতে সিদ্ধহস্ত তিনি। শনিবার রাতেই কলকাতায় আসেন বলিউডের এই ‘আপনজন’। সোজা চলে যান এক নাইটক্লাবে। সেখানকার বলিউড পপ-আপ পার্টির জন্যই ওরির কলকাতায় আসা।
View this post on Instagram
‘বিগ বস ১৭’র (Bigg Boss 17) মঞ্চে গিয়ে ওরি জানিয়ে ছিলেন, এক রাতে শুধুমাত্র সেলফি তুলে তিনি ২০ থেকে ৩০ লক্ষ টাকা আয় করে ফেলেন। শনিবার রাতেও ওরিকে প্রচুর সেলফি তুলতে দেখা যায়। এরই ফাঁকে সময় পেয়ে করতে থাকেন ‘সোফা ডান্স’। ওরির কাণ্ড দেখে হাসতে থাকেন তৃণা। পরে আবার দুজনে একসঙ্গে ছবিও তোলেন।
ইনস্টাগ্রামে ওরির ১১ লক্ষের বেশি ফলোয়ার। কিছুদিন আগে আবার ওরির লিঙ্কডইন প্রোফাইলের খবর ছড়িয়ে পড়েছিল। সেই প্রোফাইলে লেখা ছিল রিলায়েন্স গ্রুপের স্পেশ্যাল প্রজেক্ট ম্যানেজার এই সোশাল মিডিয়া তারকা। শোনা গিয়েছে, ইশা আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গেও তাঁর বন্ধুত্ব রয়েছে।এদিকে এক সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে ওরি জানিয়েছিলেন জীবনের স্কুল থেকে তাঁর শিক্ষা। আবার নিজেকে মার্কেটিং গুরু হিসেবেও দাবি করেছেন ওরি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.