সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্ঘটনার কবলে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী (Divyanka Tripathi)। গুরুতর চোট পেয়েছেন তিনি। ভেঙেছে হাতের হাড়। অভিনেত্রীর টিমের পক্ষ থেকে জানানো হয়েছিল এই খবর। এখন কেমন আছেন দিব্যাঙ্কা? কীভাবে এই বিপত্তি? জানালেন তাঁর স্বামী বিবেক দাহিয়া।
বিবেক নিজেও হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ। একাধিক সিরিয়াল ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন। ২০১৬ সালে তাঁর ও দিব্যাঙ্কার বিয়ে হয়। হাসপাতালে স্ত্রীর পাশেই ছিলেন অভিনেতা। সেই কারণে তাঁর একটি সোশাল মিডিয়া লাইভের শিডিউল পিছোতে হয়। আর এই সূত্রেই দিব্যাঙ্কার আহত হওয়ার খবরটি প্রকাশ্যে আসে। বিবেকের শেয়ার করা পোস্টে দিব্যাঙ্কার টিম জানায়, নায়িকার হাতের দুটি হাড় ভেঙে গিয়েছে।
জানা গিয়েছে, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি দিব্যাঙ্কা। ইতিমধ্যেই তাঁর অস্ত্রোপচার হয়েছে। স্ত্রীর শারীরিক অবস্থার খবর জানিয়ে বিবেক লেখেন, “ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে দিব্যাঙ্কা। গতকালের বিকেলে এই দুর্ঘটনা হয়। অনেকটা উচ্চতা থেকে ও পড়ে যায় আর হাতের হাড় ভেঙে যায়। ডাক্তারের পরামর্শ মেনেই প্রায় সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করা হয়। আপনাদের ভালোবাসা আর প্রার্থনার জন্য আমরা কৃতজ্ঞ। তা অত্যন্ত মূল্যবান। আমাদের সমস্ত ফ্যান ও মিডিয়া বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এই ভালোবাসার জন্য।”
‘বনু ম্যায় তেরি দুলহন’ ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে টেলি দুনিয়ায় যাত্রা শুরু করেছিলেন দিব্যাঙ্কা৷ তার পর ‘চিন্টু চিঙ্কি অউর এক বড়ি সি লাভ স্টোরি’, ‘ইয়ে হ্যায় মোহব্বতে’র মতো ধারাবাহিকের মাধ্যমে খ্যাতির শিখরে পৌঁছে যান। সাম্প্রতিককালে সোনি লিভ প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ ‘অদৃশ্যম: দ্য ইনভিজিবল হিরোজ’-এর দেখা গিয়েছে দিব্যাঙ্কাকে। সিরিজে তাঁর সঙ্গে অভিনয় করেছেন এজাজ খান। অভিনেত্রীর আহত হওয়ার খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.