সুপর্ণা মজুমদার: বনেদি বাড়ি। একান্নবর্তী পরিবার। কিছু চেনা-অচেনা সম্পর্কের টানাপোড়েন। আর পুজো। বাঙালির একান্ত আপন দুর্গাপুজো। এপ্রিলের গরমে এভাবেই ‘দুর্গা সহায়’ হতে চলেছে বাঙালির জীবনে। সৌজন্যে পরিচালক অরিন্দম শীল।
[Jio প্রাইম মেম্বার হওয়ার মেয়াদ কি বাড়ছে? পড়ুন রিলায়েন্স কর্তার বক্তব্য]
‘এবার শবর’, ব্যোমকেশ থেকে ‘ঈগলের চোখ’- প্রতিবারই দর্শকদের মন জয় করেছেন পরিচালক। তাই তাঁর কাছে সিনেপ্রেমীদের প্রত্যাশাও বেশি। সেই প্রত্যাশার তাগিদ থেকেই এবার পারিবারিক মূল্যবোধকে প্রাধান্য দিয়েছেন পরিচালক। তবে তাঁর রহস্যে যেমন মিশে ছিল পারিবারিক সম্পর্ক, তেমনই পরিবারেও কিছুটা রহস্য মিশে গিয়েছে।
আসুন শুনে নেওয়া যাক, পরিচালর কী বলছেন:
ছবিতে মৃন্ময়ী দুর্গার পাশাপাশি চিন্ময়ী দুর্গাকে ফুটিয়ে তুলেছেন সোহিনী সরকার। অসময়ে দুর্গাপুজোর এই আমেজকে মিস না করার আবেদন জানিয়েছেন তিনি।
জেনে নিন ছবি নিয়ে কী বললেন সোহনী:
ছবিতে মানসি নামক চরিত্রে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তীকে। বনেদি বাড়ির ছোটবউ হওয়ার পাশাপাশি এক মানবিক বোধ রয়েছে তাঁর চরিত্রের।
শুনে নিন কী বললেন তিনি:
এছাড়াও ছবিতে রয়েছেন দীপঙ্কর দে, দেবযানী চট্টোপাধ্যায়, ইন্দ্রাশিস রায়, অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতারা। সবমিলিয়ে সেপ্টেম্বরের আগেই মহালয়া থেকে দশমীর বাঙালির সেই চেনা উৎসবের মেজাজকে ফিরিয়ে আনতে চলেছে ‘দুর্গা সহায়’।
[‘বাড়িতে জাতীয় পতাকা উড়িয়ে গর্বিত, আপনারাও এ কাজ করুন’]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.