সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু ভিনরাজ্যেই নয়, এবার হুগলি জেলার আম পাড়ি দিচ্ছে বিদেশেও। ফলনের পাশাপাশি লাভও হচ্ছে ভালই। স্বাভাবিকভাবেই কৃষক মহলে খুশির হাওয়া।
মালদার পর সব থেকে বেশি আমের চাষ হয় এই রাজ্যের হুগলি জেলায়। ব্যান্ডেল, সুগন্ধা, চুঁচুড়া, সিঙ্গুরের মাটিতে আমের চাষ হয়েছে ব্যাপক। ল্যাংড়া, হিমসাগর, কাঁচা মিঠা, মুম্বই-সহ বিভিন্ন প্রজাতির আম চাষ হয় হুগলিতে। প্রত্যেকটিই খেতে সুস্বাদু। আম পাড়ি দিচ্ছে রাজস্থান, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড-সহ বিভিন্ন রাজ্যে পাড়ি দেয় আম। বিদেশেও পাড়ি দিয়েছে হুগলির আম।
প্রত্যেক বছর আমের বাগানের মালিকদের থেকে লিজ নিয়ে আম চাষ করে কৃষকরা। অন্যান্য বছরের তুলনায় এবছর আমের ফলন ভাল হয়েছে হুগলিতে। গত বছর আমের দাম অনেকটা বেশি ছিল। কারণ আমের ফলন কম হয়েছিল। চলতি বছর আমের ফলন বেশি হওয়ায় দাম তুলনামূলক কম। কিন্তু শ্রমিক এবং ওষুধের দাম অনেক বেশি। আর গাড়ি ভাড়াও ২০০০০ থেকে ২৫০০০-এ দাঁড়িয়েছে। তা সত্ত্বেও লাভের মুখ দেখতে পেয়েছেন আমচাষিরা। তবে এবার কালবৈশাখীর কারণে কিছুটা হলেও সমস্যায় পড়েছেন তাঁরা।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.