প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিষমদ পান করে সোমবার রাতে ১৫ জনের মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য ছড়াল পাঞ্জাবের অমৃতসরের মজিথা এলাকায়। গুরুতর অসুস্থ অবস্থায় আরও ছ’জন হাসপাতালে চিকিৎসাধীন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
অমৃতসর গ্রামীণ পুলিশের এসএসপি মনিন্দর সিং বলেন, “সোমবার রাতে পুলিশের কাছে খবর আসে বিষমদ পান করে একাধিক জন অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনাস্থলে গিয়ে সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ১৫ জনের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ অবস্থায় ছ’জন হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাস্থল থেকেই ভেজাল মদ সরবরাহকারী প্রভজিৎ সিংকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আরও চারজনকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।”
অভিযুক্ত প্রভজিৎকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূল চক্রী সাহাব সিং-এর নাম জানতে পারে পুলিশ। তাকেও গ্রেপ্তার করা হয়েছে। কোথা থেকে এই মদ আনা হত সে বিষয়ে জানতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন।
এসএসপি মনিন্দর সিং জানান, এই ঘটনায় মোট পাঁচটি গ্রামের বাসিন্দারা আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। যাঁরা মদ পান করেন তাঁদের শনাক্ত করার চেষ্টা চলছে। প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যের খোঁজ নেওয়া হচ্ছে। সরকারের তরফে ভেজাল মদ সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো ভেজাল মদ প্রস্তুতকারীদের খোঁজে তল্লাশি চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.