প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের চেষ্টা করার অভিযোগ উঠল এক কিশোরের বিরুদ্ধে। ১৭ বছরের ওই কিশোরকে আটক করা হয়েছে। নির্যাতিতা শিশু ভর্তি রয়েছে হাসপাতালে। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এমন এক ঘটনাকে কেন্দ্র করে। শিশুটির অভিভাবকদের দাবি, অভিযুক্ত নাবালক হলেও অপরাধের গুরুত্ব বুঝে তাকে প্রাপ্তবয়স্ক হিসেবেই বিচার করা হোক।
ঠিক কী অভিযোগ? পুলিশের দাবি, অভিযুক্ত কিশোর শিশুকন্যাটির বাড়ির পাশেই থাকত। গত ২২ ফেব্রুয়ারি সে শিশুটিকে এক পরিত্যক্ত বাড়ির ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তারপর তাকে খুন করারও চেষ্টা করে সে। এমনকী, শিশুটির মাথাও সে বারবার ঠুকতে থাকে ছাদে। এর ফলে শিশুটি মারাত্মক জখম হয় বলে জানা যাচ্ছে। পরে তাকে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় কিশোর। গোয়ালিয়রের এক হাসপাতালে ভর্তি নির্যাতিতা। তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা জানাচ্ছেন, শিশুটির গোপনাঙ্গে ২৮টি সেলাই পড়েছে।
তদন্তকারীদের দাবি, মদ্যপ অবস্থায় শিশুকন্যাটিকে ধর্ষণ করেছে অভিযুক্ত। নির্যাতিতা জ্ঞান ফিরে পাওয়ার পর মা-বাবাকে সব খুলে বলে। তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন শিশুটির অভিভাবকরা।
এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গোয়ালিয়রের সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তীব্র নিন্দা করে জানিয়েছে, এই ধরনের অপরাধে কড়া পদক্ষেপ করতেই হবে। জেলা প্রশাসন ও পুলিশকে তিনি নির্দেশ দিয়েছেন, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘এমন অপরাধের কোনও স্থান নেই রাজ্য ও গোটা দেশে।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.