সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার করছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব! চমকে যাওয়ার কিছু নেই৷ শনিবার টুইটারে যে ছবি পোস্ট করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তারপর থেকে এই জল্পনাই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে৷ সবার মনে একটাই প্রশ্ন ব্যাপারটা কী?
[ আরও পড়ুন: রাহুল-সোনিয়াকে ভোট দিন, কংগ্রেসের পাশে থাকার বার্তা মায়াবতীর ]
নির্বাচনী প্রচারে ইতিমধ্যেই গোটা উত্তরপ্রদেশ চষে ফেলছেন মুলায়মপুত্র অখিলেশ যাদব৷ যেখানেই যাচ্ছেন নিশানা করছেন কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ বাদ রাখছেন না অমিত শাহ ও উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে৷ তবে শনিবার এ কি করলেন ‘বাবুয়া’? কেন যোগীর সঙ্গে ছবি দিলেন তিনি? এর পিছনে কি অন্য কোনও গন্ধ রয়েছে? তবে কি জার্সি বদল করছেন সপা প্রধান? উত্তরপ্রদেশের রাজনৈতিক মহলে কান পাতলে এখন শোনা যাচ্ছে এই সমস্ত কৌতূহলী প্রশ্ন৷
[ আরও পড়ুন: নিষেধাজ্ঞা ভেঙে প্রচারের জের, সাধ্বী প্রজ্ঞাকে ফের নোটিস পাঠাল কমিশন ]
কিন্তু আসলে নাকি এই সব কিছই হচ্ছে না৷ যোগীর সঙ্গে নির্বাচনী প্রচারও করছেন না অখিলেশ৷ না তিনি দলত্যাগ করছেন৷ আসল গল্পটা হল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীকে কটাক্ষ করেই শনিবার একটি টুইট করেন অখিলেশ যাদব৷ টুইটে তিনি লেখেন, ‘‘আমরা ভুয়ো ঈশ্বর আনতে পারব না৷ কিন্তু আমরা একজন ‘বাবাজি’ পেয়েছি৷ যিনি গোরক্ষপুর ত্যাগ করেছেন৷ এবং সরকারের আসল রূপ রাজ্যবাসীর সামনে তুলে ধরছেন৷’’ টুইটের সঙ্গে সঙ্গে গেরুয়াবসনধারী এক ব্যক্তির ছবিও শেয়ার করেন তিনি৷ তাঁর মুখ দেখা না গেলেও, পিছন থেকে যাঁকে দেখতে হুবহু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতোই৷
हम नक़ली भगवान नहीं ला सकते पर एक बाबा जी लाए हैं। ये हमारे साथ गोरखपुर छोड़ प्रदेश में सबको सरकार की सच्चाई बता रहे हैं। pic.twitter.com/GxlS0LYb6z
— Akhilesh Yadav (@yadavakhilesh) May 4, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.