সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে দিল্লিতে আসন রফা নিয়ে তুঙ্গে আপ-কংগ্রেস তরজা। ইন্ডিয়া জোটের দুই শরিক দলের মধ্যে এহেন বিতণ্ডায় মুচকি হাসছে বিজেপি। তবে কিছুটা ড্যামেজ কন্ট্রোল করে মুম্বইয়ে আসন্ন জোট বৈঠকে উপস্থিত থাকার কথা জানিয়েছে আম আদমি পার্টি।
গত বুধবার কংগ্রেস নেত্রী অলকা লাম্বা (Alka Lamba) হঠাৎ ঘোষণা করেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) দিল্লির সব আসনে একাই লড়বে দল। সেই ঘোষণার পরই দক্ষযজ্ঞ শুরু হয়েছে রাজধানীর রাজনীতিতে। পালটা তোপ দেগে অরবিন্দ কেজরিওয়ালের দল সাফ বলে, ‘কংগ্রেসের এহেন ঘোষণার পর আর মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে যাওয়ার কোনও অর্থ নেই।’ যদিও পরে আসরে নেমে ক্ষত সারাতে উদ্যোগী হয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সেই প্রসঙ্গে সোমবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। উত্তরে তিনি বলেন, “আমরা মুম্বই যাচ্ছি। আগামী দিনে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা আপনাদের জানিয়ে দেওয়া হবে।”
বিশ্লেষকদের মতে, রাজনীতির প্রাথমিক পাঠ হচ্ছে, ‘চেনা ময়দান ছাড়তে নেই।’ অতএব, লোকসভা ভোট নিয়ে কংগ্রেসের অন্দরে দিল্লিতে ‘একলা চলো’র দাবি জোরাল। শীলা দীক্ষিত না থাকলেও রাজধানীতে এখন যথেষ্ট শক্তি ধরে শতাব্দী প্রাচীন দলটি। সেখানে আপ এবং বিজেপি দুইই প্রতিদ্বন্দ্বী। জোটের স্বার্থে শক্ত জমিতে আপকে আসন ছেড়ে দিলে তা নিজের পায়ে কুড়ুল মারার শামিল। তাছাড়া, আপ আসলে বিজেপির বি টিম বলেও মনে করে কংগ্রেসের অনেকেই।
উল্লেখ্য, আপের সঙ্গে জোট নিয়ে গোড়া থেকেই আপত্তি ছিল কংগ্রেসের অন্দরে। বিশেষ করে, দিল্লি ও পাঞ্জাবের কংগ্রেস নেতাকর্মীরা কেজরির হাত ধরা নিয়ে ক্ষুব্ধ। দিল্লি অর্ডিন্যান্স (বর্তমানে আইন) নিয়ে কেজরি সরকারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস হাইকমান্ড। তবে সেবার মোদি সরকারের পাশে দাঁড়িয়ে বিলটিতে সমর্থন করেছিলেন সন্দীপ দীক্ষিত। কোনও ইস্যুতেই যে কেজরিওয়ালকে সমর্থন করতে রাজি নন তাঁরা তা স্পষ্ট করে দিয়েছিলেন দিল্লির প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পূত্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.