সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে ছেঁড়া বা মাটি লেগে থাকা ২০০ এবং ২০০০ টাকার নোট পড়ে আছে? তাহলে কিন্তু সমস্যায় পড়তে চলেছেন আপনি। কারণ আপনার সে সব নোট জমা নেবে না ব্যাংক। মিডিয়া রিপোর্টে অন্তত তেমনটাই জানা গিয়েছে।
কেন ব্যাংকে এই সব নোট জমা নেওয়া হবে না?
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০০৯ সালে একটি নিয়ম চালু করেছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)। যে নিয়মে সাধারণ মানুষের থেকে সব ধরনের ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট জমা নিতে বাধ্য প্রতিটি ব্যাংক। কিন্তু সেই নিয়মের আওতায় এখনও নথিভুক্ত হয়নি ২০০ এবং ২০০০ টাকার নোট। আর সেই কারণেই মনে করা হচ্ছে ২০০ ও ২০০০ টাকার নোট যদি ছেঁড়া-ফাটা হয় কিংবা তাতে মাটি লেগে থাকে, তবে তা জমা নাও নিতে পারে ব্যাংক। অর্থাৎ রিফান্ড আইনের ২৮ নম্বর সেকশনে পরিবর্তন না এলে এই দুই নোট জমা দেওয়া বা লেনদেনের ক্ষেত্রে সমস্যা থেকেই যাবে।
২০১৬ সালের নভেম্বরে নোটবাতিলের পর বাজারে আসে নয়া ৫০০ এবং দু’হাজার টাকার নোট। তারপর গত বছর আরবিআই হলুদ রঙের ২০০ টাকা এবং নীল রঙের ৫০ টাকার নোটও বাজারে আনে। গত ১৭ এপ্রিল অর্থমন্ত্রকের সচিব সুভাষ সি গর্গ জানিয়েছিলেন, এখনও পর্যন্ত ৬ লক্ষ ৭০ হাজার কোটি ২০০০ টাকার নোট বাজারে ছাড়া হয়েছে। আপাতত নোট ছাপানোর কাজ বন্ধ রাখা হয়েছে। এদিকে, ব্যাংকের তরফে জানানো হয়েছে, তাদের কাছে বেশ কিছু ছেঁড়া ২০০০ টাকার নোট এসেছে। কিন্তু শীঘ্রই নয়া আইন চালু না করলে এই সব টাকা জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে গ্রাহকদেরই। সেন্ট্রাল ব্যাংক জানাচ্ছে, গত বছর অর্থমন্ত্রককে এনিয়ে লিখিত আবেদনও করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও সাড়া মেলেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.