সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জাতীয় পতাকা’ দিয়ে ঘাম মুছে বিতর্কে জড়ালেন রাজস্থানের জয়পুরের বিজেপি বিধায়ক বালামুকুন্দ আচার্য। তেরঙ্গা যাত্রায় হাঁটতে হাঁটতে ত্রিবর্ণের একটি কাপড়ে মুখের ঘাম মুছতে দেখা গিয়েছে তাঁকে। বৃহস্পতিবার সামজিক মাধ্যেমে এমনই একটি ভিডিও পোস্ট করেন রাজস্থান বিধানসভার বিরোধী দলনেতা টিকা রাম জুল্লি। দ্রুত ভাইরাল হয়ে যায় ভিডিওটি। যা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।
যদিও বিতর্ক তৈরি হতেই সাফাই দিয়েছেন বিজেপি বিধায়ক বালামুকুন্দ। তিনি বলেন, “ওটা জাতীয় পতাকা ছিল না। ওটা সাদা ও সবুজ রঙের একটি কাপড়। মিছিলে হাঁটার সময় কেউ ওটা দিয়েছিল। ওটাতে চুমু খেয়েছিলাম। আমরা জানি কীভাবে জাতীয় পতাকাকে সম্মান দিতে হয়।”
‘मैंने तो तिरंगे को चूमा था..’ वायरल हुए वीडियो पर BJP विधायक बालमुकुंदाचार्य की सफाई#Jaipur । #TirangaYatra | Balmukund Acharya pic.twitter.com/x2uHnXWzEp
— News24 (@news24tvchannel) May 15, 2025
কংগ্রেসকে একহাত নিয়ে বলামুকুন্দের বক্তব্য, “তেরঙ্গা যাত্রায় কংগ্রেস কোথায় ছিল? এটাতো কোনও দলীয় কর্মসূচী ছিল না। এদিকে কংগ্রেস পার্টি ত্রিবর্ণের উপর একটা হাতের চিহ্ন দিয়ে নিজেদের দলীয় পতাকা তারি করেছে। এবং সেটাকে যেখানে-সেখানে ঝুলিয়ে রাখছে।”
तिरंगा देश की शान है, कोई रूमाल नहीं
जिस तिरंगे के लिए हमारे वीर जवान प्राण न्यौछावर कर देते हैं, उसी तिरंगे से भाजपा से जयपुर के विधायक बालमुकुंदाचार्य नाक पोंछ रहे हैं l
यह भाजपाइयों का सिर्फ दोहरा चरित्र नहीं, बल्कि देश और संविधान के प्रति ग़द्दारी है।आज उन लाखों शहीदों के… pic.twitter.com/nqcFGN0Hsg
— Tika Ram Jully (@TikaRamJullyINC) May 15, 2025
বিজেপি বিধায়কের মুখ মোছার ভিডিও পোস্ট করে রাজস্থানের বিরোধী দলনেতা লিখেছেন, “আমাদের দেশের সেনা জওয়ানরা যে তিরঙ্গার জন্য নিজেদের জীবন বলিদান দিচ্ছেন। সেই ত্রিবর্ণ পতাকা দিয়ে মুখের ঘাম মুছছেন বিজেপি বিধায়ক। উনি নিজের ভুলের জন্য ক্ষমা চান।”
উল্লেখ্য, ২০১৬ সালে আন্তর্জাতিক যোগা দিবসের একটি মিছিলে হাঁটার সময় ত্রিবর্ণ জাতীয় কাপড় দিয়ে মুখ মুছে বিতর্কে জড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনিয়ে পাটনা হাই কোর্টে তাঁর বিরুদ্ধে একটি মামলাও রুজু হয়েছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.