সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনদিন হয়েছে বিয়ের। কিন্তু ফুলশয্যার পরের দিনই ঘটে গেল অদ্ভুত কাণ্ড। সন্তানের জন্ম দিলেন নববধূ! কীভাবে এমনটা হল তা বুঝতেই পারেছে না সদ্য বিবাহিত ওই যুবকও। এদিকে, এই খবর চাউর হতেই হইচই পড়ে গেল গোটা গ্রামে।
এই ঘটনা উত্তরপ্রদেশের প্রয়াগরাজের। জানা গিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি চার হাত এক হয় ওই যুগলের। ধুমধাম করে বিয়ের পর শ্বশুরবাড়ি আসেন তরুণী। তখনও কেউ কিছু টের পাননি। কিন্তু ফুলশয্যার পরের দিনই ঘটে এই ঘটনা। ২৬ ফেব্রুয়ারি সকালে নতুন বউকে দেখার জন্য অনেকেই এসেছিলেন বাড়িতে। তাঁদেরকে চা পরিবেশনও করেছিলেন তরুণী। কিন্তু বিকাল থেকে হঠাৎ পেটে ব্যথা শুরু হয় তাঁর। হাসপাতালে নিয়ে গেলে সন্তানের জন্ম দেন নববধূ। এই খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।
তবে ওই তরুণীকে দেখে সন্দেহ হয়েছিল যুবকের বোনের। গতকাল তিনি সংবাদমাধ্যমে জানান, বিয়ের দিন তরুণী অনেকটা উঁচুতে লেহেঙ্গা পরেছিলেন। যা খুবই অদ্ভুত ছিল। ভেবেছিলেন, কনের হয়তো শীত করছে তাই ওইভাবে লেহেঙ্গা পরেছিলেন। ছবি তোলার সময়ও অদ্ভুতভাবে দাঁড়িয়েছিলেন। দেখে মনে হচ্ছিল অস্বস্তি হচ্ছে। কিন্তু ওই যুবক কেন কিছু বুঝতে পারলেন না?
তিনি জানান, “ওঁ আমার দাদাকে বলেছিল এখনই যৌন সম্পর্কে লিপ্ত হতে চায় না। ওঁর থেকে যেন দাদা দূরে থাকে। সেই মতো আমার দাদাও ওইদিন আলাদা ঘরে শুয়েছিল।” যুবকের বোন আরও জানান, নিজের স্ফীতোদর লুকাতেই ওইভাবে লেহেঙ্গা পরেছিল কনে। এখন তাঁদের কাছে সবটা পরিষ্কার। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে তরুণীর শ্বশুরবাড়ির লোকজন। পরিবারের দাবি, ওই তরুণীকে আসল পিতৃপরিচয় জানাতেই হবে। কেন তাঁদের কাছে গর্ভবতী হওয়ার কথা লুকানো হল তাও জানাতে হবে। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে উত্তরপ্রদেশের এই ঘটনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.