সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে ছোট বিনিয়োগকারীদের সুযোগ দিতে উদ্যোগ নিল কেন্দ্র। খুব শীঘ্রই আসছে ভারত বন্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফ। দেশে প্রথম এই ধরনের কোনও বন্ড আসছে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বন্ড বাজারে ছাড়ার প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে।
সূত্রের খবর, চলতি মাসেই বন্ড বাজারে ছাড়া হবে। এর ফলে দেশের কর্পোরেট বন্ডের বাজার আরও প্রশস্ত হবে বলে দাবি কেন্দ্রের। সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিং, সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, সেন্ট্রাল পাবলিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং অন্য সরকারি সংস্থায় অতিরক্তি অর্থ জোগানের লক্ষ্য নিয়েই বাজারে আসছে ভারত বন্ড ইটিএফ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, বাজেটে বন্ডের মার্কেটকে চাঙ্গা করার যে কথা বলা হয়েছিল সেই লক্ষ্য পূরণ করতেও সাহায্য করবে এই বন্ড। তাঁর কথায়, ছোট থেকে বড় বিভিন্ন বিনিয়োগকারী গোষ্ঠী যাতে লগ্নির সুযোগ পায় তা নিশ্চিত করবে এই উদ্যোগ। বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমেই বন্ড ইস্যু করা হবে। আর বন্ডের নূন্যতম অঙ্ক হবে ১০০০ টাকা যাতে ক্ষুদ্র লগ্নিকারীরাও লগ্নিতে অংশ নিতে পারে। নির্মলা বলেন, বন্ড মার্কেটে অর্থের জন্য অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী লগ্নিতে সক্ষম হয়ে উঠছিল না। এমনকী, প্রত্যেকটি ইটিএফের একটি নির্দিষ্ট ম্যাচুরিটি থাকবে বলেও এদিন জানিয়েছেন সীতারমণ। তিন বছর ও দশ বছর আপাতত এই দুই ধাপে রাখা হয়েছে ম্যাচুরিটি সময়সীমা।
উল্লেখ্য, চলতি আর্থিক বর্ষে স্বল্প ও দীর্ঘ মেয়াদের আমানতে সুদের হার অনেকটাই কমিয়ে দিয়েছে ব্যাংকগুলি।মধ্যবিত্ত তথা নিম্নমধ্যবিত্তদের মূল ভরসার জায়গা ফিক্সড ডিপোজিট। দেশের বৃহত্তম ঋণপ্রদায়ী সংস্থা এসবিআইও স্বল্প সঞ্চয়ে সুদ কমানোর সিদ্ধান্ত নেয়। সুদ কমানো হয়েছে সেভিংস অ্যাকাউন্টেও। বিশেষজ্ঞদের মতে, এর ফলে নয় বিনিয়োগের পথ খুঁজছেন ক্ষুদ্র লগ্নিকারীরা। ফলে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিও নয়া বিনিয়োগের মুখ দেখবে।
[আরও পড়ুন: আগামী বছর সবচেয়ে বেশি বেতন বাড়বে ভারতে, সমীক্ষায় প্রকাশ চাঞ্চল্যকর তথ্য]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.