সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার উত্তরপ্রদেশের রাস্তায় প্রকাশ্যে ভীম সেনার প্রধান চন্দ্রশেখর আজাদকে (Chandrasekhar Azad) লক্ষ্য করে গুলি। সূত্রের খবর, তরুণ দলিত নেতার পিঠে গুলি লেগেছে। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। তবে আপাতত তিনি বিপদমুক্ত।
সাহারানপুর পুলিশ (UP Police) সূত্রের খবর, বুধবার সন্ধেয় বেশ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী গাড়িতে করে এসে আজাদের কনভয় লক্ষ্য করে গুলি চালায়। দুট গুলি চালানো হয় সোজা আজাদকে টার্গেট করে। যার মধ্যে একটি আজাদের পিঠ ছুঁয়ে গিয়েছে। তবে ভীম সেনা সূত্রের খবর, আজাদের আঘাত বিশেষ গুরুতর নয়। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। আপাতত তিনি বিপদমুক্ত।
উল্লেখ্য, আজাদ দীর্ঘদিন ধরেই দলিত আন্দোলনের সঙ্গে যুক্ত। দলিত অধিকার নিয়ে একাধিকবার কেন্দ্র ও রাজ্য সরকার বিরোধী আন্দোলন করেছেন তিনি। দলিত যুবক-যুবতীদের মধ্যেও বেশ জনপ্রিয়। রাজনৈতিকভাবে তাঁর শত্রুর অভাব নেই। কিন্তু বুধবার কে বা কারা তাঁর উপর হামলা চালাল সেটা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে।
তাৎপর্যপূর্ণভাবে ভীম সেনার (Bhim Army) প্রধান দিল্লির কৃষক বিক্ষোভেও সক্রিয়ভাবে যোগ দিয়েছিলেন। তাঁর সংগঠনও সক্রিয়ভাবে কৃষকদের পাশে দাঁড়িয়েছিল। এই কৃষক আন্দোলনে (Farmers Protest) যোগ দেওয়া দুই তরুণ নেতা তথা জনপ্রিয় মুখ সিধু মুসেওয়ালা এবং দীপ সিধুকে ইতিমধ্যেই খুন হতে হয়েছে। সেই একই ধাঁচে আজাদকেও খুনের চেষ্টা করা হয়নি তো? উঠছে একাধিক প্রশ্ন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.