ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির কঠিন লড়াইয়ে বাজিমাত করতে কল্পতরুর ভূমিকায় কংগ্রেস। নির্বাচনের প্রাক্কালে এবার দিল্লির যুবকদের জন্য ‘যুবা উড়ান’ যোজনার প্রতিশ্রুতি দিল হাত শিবির। তাঁদের দাবি, দিল্লিতে ক্ষমতায় আসার পর এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বেকার যুবককে মাসে ৮ হাজার ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে।
রবিবার সাংবাদিক বৈঠক করে এই প্রকল্পের ঘোষণা করেন দিল্লির নির্বাচনী দায়িত্বে থাকা কংগ্রেস নেতা শচীন পাইলট। তিনি বলেন, ”আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে নয়া সরকার গঠিত হতে চলেছে। এবং সেই লক্ষ্যে কংগ্রেসের তরফে দিল্লির যুব সম্প্রদায়ের জন্য নয়া উপহার আনা হচ্ছে। আজ আমার দল সিদ্ধান্ত নিয়েছে, আমরা ক্ষমতায় এসেই দিল্লির প্রতিটি বেকার যুবককে মাসে ৮৫০০ টাকা করে আর্থিক সাহায্য করব। শিক্ষিত অথচ এক বছর ধরে বেকার এমন যুবকরা এই প্রকল্পের আওতায় পড়বেন। এটা শুধু আর্থিক সাহায্য নয়, যে ক্ষেত্রে তাঁরা প্রশিক্ষিত সেই সব ক্ষেত্রে তাঁদের নিয়োগ করার চেষ্টা করবে আমাদের সরকার।”
সম্প্রতি দিল্লির মহিলাদের জন্য ‘পেয়ারি দিদি’ প্রকল্পের ঘোষণার করেছে কংগ্রেস। বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে গত সপ্তাহে এই প্রকল্পের ঘোষণা করে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার জানিয়েছিলেন, “এবারের নির্বাচনে দিল্লিতে নিশ্চিত জয় পেতে চলেছে কংগ্রেস। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচনে জয়ের পর সরকার গঠন করেই আমরা মহিলাদের জন্য চালু করব নয়া প্রকল্প ‘পেয়ারি দিদি যোজনা’।। যেখানে প্রতিমাসে রাজ্যের মহিলাদের ২৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। যেমনটা আমরা কর্নাটকে চালু করেছি।”
উল্লেখ্য, নির্বাচনকে মাথায় রেখে দিল্লিতে প্রতিশ্রুতির ঘোড়া ছোটাচ্ছে সব রাজনৈতিক দলগুলি। এর আগে ১৮ বছরের উর্ধ্বে সমস্ত মহিলাকে মাসে এক হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা করে আপ সরকার। শুধু তাই নয়, ক্ষমতায় এলে এই টাকার অঙ্ক হাজার থেকে বাড়িয়ে মাসে ২১০০ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। তবে এই খয়রাতির লড়াইয়ে বিজেপির ইস্তেহারপত্র এখনও প্রকাশ্যে না এলেও শোনা যাচ্ছে, সেখানেও এই খয়রাতির পথে হেঁটে বহু প্রতিশ্রুতি দিতে পারে তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.