প্রণব সরকার, আগরতলা: ত্রিপুরায় ক্রমেই বাড়ছে করোনার প্রকোপ। প্রশাসনের শত চেষ্টা সত্বেও রাশ টানা যাচ্ছে না সংক্রমণে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে ত্রিপুরায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে মত বিশেষজ্ঞদের একাংশের।
পরিসংখ্যান বলছে, করোনা ভাইরাসের আঁতুড়ঘর হয়ে উঠছে রাজধানী আগরতলা। এখানে সংক্রমণের হার ২০ শতাংশের উপর। সারা রাজ্যে ১০ শতাংশের উপর সংক্রমিত। মৃতের সংখ্যা ছড়িয়েছে ১০০। ৪০ লক্ষ লোকের মধ্যে ১০ হাজারের উপর করোনা সংক্রমিত। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন, করোনা সংক্রমণ রুখতে ফের কঠোর পদক্ষেপের দিকে যেতে পারে রাজ্য। বাড়তে পারে কনটেনমেন্ট জোনের সংখ্যাও। ফের লকডাউনের দাবী উঠেছে গোটা রাজ্যে। ত্রিপুরাতে করোনা সংক্রমণ নিয়ে রাজ্যজুড়েই আতঙ্কের পরিবেশ। বাড়ি বাড়ি সার্ভে করা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার বেশ কিছুদিন টানা লকডাউন করেছিল। শহরের ক্লাবগুলোকে নিয়ে বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্লাবগুলোকে এগিয়ে আসতে বলেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মূলত বাজারগুলোতে ভিড়, মাস্ক না পড়া ও স্বাস্থ্যবিধি না মানার কারণেই বাড়ছে করোনা সংক্রমণ বলে মত বিশেষজ্ঞদের।
রাজ্যের করোনা বিশেষজ্ঞ চিকিৎসক তপন মজুমদার জানিয়েছেন, অক্টোবর মাস পর্যন্ত বাড়তে পারে করোনা সংক্রমণের মাত্রা। ত্রিপুরাতে করোনা সংক্রমণ এসেছে দেরিতে। বিশেষজ্ঞদের ধারণা করোনামুক্ত হতে এখনও অনেক সময় লাগবে। এখনও পর্যন্ত চিকিৎসক, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, পুলিশ-সহ সব পেশার লোকজনই করোনা সংক্রমিত হয়েছেন। ৪ জন বিধায়ক করোনা সংক্রমিত হয়েছেন। মুখ্যমন্ত্রীর বাড়ির তিন সদস্যও করোনা সংক্রমিত হয়েছেন। তারা সকলেই সুস্থ হয়ে উঠেছেন। ত্রিপুরাতে সুস্থতার হারও ভাল। তবে সংক্রমনের ঘটনায় উদ্বিগ্ন বিভিন্ন মহল। এদিকে, দেশে বেলাগাম করোনা সংক্রমণ। এখনও পর্যন্ত ভারতে আক্রান্ত ৩৬ লক্ষ ২১ হাজার ২৪৬ জন। মৃত্যু হয়েছে ৬৪ হাজার ৪৬৯ জনের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.