সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরির এক বছরের মধ্যে কর্মীর মৃত্যুর জন্য ন্যূনতম বিমা সুবিধা চালু করল অবসরকালীন ভাতা প্রকল্প এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। শুক্রবার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ইপিএফ-এর সুদের হার ঘোষণা করা হয়েছে। আগের অর্থবছরের মতোই এ বারও ৮.২৫ শতাংশ সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। তবে তার সঙ্গেই পিএফের আওতায় কর্মীদের বিমা প্রকল্প ইডিএলআই (এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইনসিওরেন্স)-এ যোগ করা হয়েছে বেশ কিছু সুবিধা।
কেন্দ্রীয় শ্রমমন্ত্রক বিবৃতি জারি করে জানিয়েছে, শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর নেতৃত্বে নয়াদিল্লিতে অছি পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কোনও ইপিএফ সদস্য চাকরিতে যোগদানের এক বছরের মধ্যেই (এক বছর সম্পূর্ণ না হওয়া) তা হলে ন্যূনতম ৫০ হাজার টাকার জীবন বিমা সুবিধা পাবেন। হিসাব বলছে, প্রতিবছর চাকরিতে এক বছর পূর্ণ হওয়ার আগে ৫ হাজারের বেশি কর্মীর মৃত্যু হয়। শ্রমমন্ত্রী জানান, এই সংশোধনীর ফলে সেই সব কর্মীদের পরিবার উপকৃত হবে।
আগে ইএলডিআই সুবিধাগুলি চাকরির বাইরে মৃত্যু হিসাবে বিবেচনা করে অস্বীকার করা হত। এখন, যদি কোনও সদস্য তাদের শেষ অবদান জমার ছয় মাসের মধ্যে মারা যান, তা হলে ইএলডিআই সুবিধা পেতে পারবেন। এই পরিবর্তনের ফলে প্রতি বছর ১৪,০০০-এরও বেশি মৃত্যুর ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে। তাছাড়া, দুটি প্রতিষ্ঠানে চাকরির মধ্যে এক বা দুই দিনের (যেমন সপ্তাহান্তে বা ছুটির দিন) ব্যবধান থাকলেও ন্যূনতম ২.৫ লক্ষ টাকা এবং সর্বোচ্চ ৭ লক্ষ টাকা পর্যন্ত ইএলডিআই সুবিধা প্রত্যাখ্যান করা হত, কারণ এক বছরের একটানা চাকরির শর্ত পূরণ করা হত না। নতুন পরিবর্তনের অধীনে, দুটি চাকরির মধ্যে দুই মাস পর্যন্ত ব্যবধান এখন একটানা চাকরি হিসাবে বিবেচিত হবে, যা উচ্চতর পরিমাণ ইএলডিআই সুবিধার জন্য যোগ্য হবে। এই পরিবর্তনের ফলে প্রতি বছর চাকরিরত অবস্থায় মৃত্যুর এক হাজারের বেশি ঘটনায় মৃতের পরিবার উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.