সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনামুক্ত ধারাভি (Dharavi)! করোনা অতিমারী (Pandemic) শুরু হওয়ার পর থেকে এই প্রথম সেখানে করোনা আক্রান্তের সংখ্যা নেমে দাঁড়াল শূন্যে। ভারতে করোনা (Coronavirus) হানা দেওয়ার পর থেকে দেশের যে নির্দিষ্ট কয়েকটি স্থান নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ ছড়িয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল মুম্বইয়ের (Mumbai) ধারাভি বস্তি। ‘করোনা হটস্পট’ হিসাবে চিহ্নিত করা হয়েছিল যে স্থানগুলিকে তাদের মধ্যে ছিল ধারাভিও।
অত্যন্ত ঘিঞ্জি এই বসতির বাসিন্দার সংখ্যা প্রায় সাড়ে ছ’লক্ষ। ‘কমন’ শৌচালয়, মাত্র কয়েক ফুটের দূরত্বে ঘরবাড়ি— সব কিছু মিলিয়ে করোনা আবহে ধারাভিকে নিয়ে প্রশাসনের চিন্তার অন্ত ছিল না। এই বস্তিকে এশিয়ার সবচেয়ে জনবহুল বস্তি হিসাবে অভিহিত করা হয়। করোনা অতিমারী ভারতে ছড়িয়ে পড়ার পর, স্বাভাবিকভাবেই ধারাভিতেও তার প্রকোপ পড়ে। গত ১ এপ্রিল প্রথম এই বস্তিতে করোনা আক্রান্তের হদিশ মেলে। তারপর সংক্রমণ ছড়িয়ে পড়তেই কড়া হাতে নিয়ন্ত্রণে নামে প্রশাসন এবং স্বাস্থ্যকর্মীরা। জারি হয় কড়া লকডাউন এবং আইসোলেশন বিধি। সঙ্গে চলতে থাকে নিয়মিত ও দ্রুত পরীক্ষার ব্যবস্থা। সব মিলিয়েই আসে সাফল্য।
আস্তে আস্তে কমে আসতে থাকে সংক্রমণ। কমতে থাকে আক্রান্তের সংখ্যা। যেভাবে ধারাভিতে করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে শুরু করে, তা দেখে প্রশংসা করে খোদ ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ তথা WHo। গত ২৬ জুলাই ধারাভিতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল মাত্র দু’জন। আর এবার আরও একটি নজির গড়ে ফেলল সেই ধারাভিই। কারণ, এই প্রথম সেখানে একজনও করোনা আক্রান্তের খোঁজ মিলল না। ধারাভির এই করোনা-মুক্তি আক্ষরিক অর্থেই দৃষ্টান্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.