সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোরক্ষপুরে মৃত্যুমিছিল। জারি দায় এড়ানোর খেলা। তা করতে গিয়েই বিতর্কিত মন্তব্য করে বসলেন অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সভাপতির বক্তব্য, ভারতবর্ষ বিশাল দেশ। এতবড় একটা জায়গায় এমন দুর্ঘটনা ঘটতেই পারে। এই সাফাইয়ের পাশাপাশি অমিত শাহর দাবি কংগ্রেসের জমানায় এর থেকেও বড় ঘটনা ঘটেছে। যোগী আদিত্যনাথকে আড়াল করতে বিজেপি সভাপতি জানান প্রশাসন ঠিকমতো এগোচ্ছে।
নিজের নির্বাচনী কেন্দ্র। পাঁচবারের সাংসদ। এখন মুখ্যমন্ত্রী। ৬৩ জন শিশুমৃত্যুর পরও গোরক্ষপুরের জনপ্রতিনিধি যোগী বলে চলেছেন অক্সিজেন নয়, এনসেফালাইটিসের জন্য এই ঘটনা। ঘুরিয়ে দায় চাপিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষের ঘাড়ে। মুখ্যমন্ত্রী দায়িত্ব এড়াতে ব্যস্ত। বিজেপির সর্বভারতীয় সভাপতি এর বাইরে যাবেন কেন? অমিত শাহ দূরত্ব রাখতে গিয়ে আজব মন্তব্য করে বসলেন। বিজেপি সভাপতি বোঝাতে চাইলেন ভাবখানা এমন যেন শুধু বিজেপির দোষ। গোরক্ষপুরে শিশুমৃত্যুর প্রসঙ্গে অমিতের বক্তব্য, এত বড় দেশে এধরনের অনেক ঘটনা ঘটে। এটি বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়। কংগ্রস কথায় কথায় ইস্তফার কথা বলে। অথচ, ওদের সময় এমন অনেক ঘটনা ঘটেছিল। বিষয়টি লঘু করতে চেয়ে কংগ্রেসকে জড়ানোর পাশাপাশি যোগীর পক্ষে সওয়াল করেছেন বিজেপি সভাপতি। অমিত শাহ জানান, যোগী প্রশাসন ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই রিপোর্ট জানানো হবে। তবে অমিত ভুল মানলেও জানিয়ে দেন, এ ধরনের ঘটনা যে কোনও মুহূর্তে ঘটতে পারে।
গোরক্ষপুরের মতো স্পর্শকাতর বিষয়ে বিজেপি সভাপতির এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে কংগ্রেস। বিরোধী দলের বক্তব্য, মৃত শিশুদের বিষয়ে তিনি কতটা অসংবেদনশীল তা প্রমাণ করে দিলেন অমিত শাহ। গোরক্ষপুরের ঘটনায় ঘুরিয়ে নরেন্দ্র মোদি-অমিত শাহর দিকে আঙুল তুলেছিলেন যোগীর অনুগামীরা। তাদের বক্তব্য, নতুন সরকারকে অপদস্থ করতে কেন্দ্রীয় নেতৃত্ব এই ঘটনা ঘটিয়েছে। সেই ক্ষোভ মেটাতে অমিতের এই চাল কিনা তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.