Advertisement
Advertisement
Apple

ভারতের মতো বাজার পাবে? ট্রাম্পের ‘বারণে’র পরে অ্যাপেলকে কাছে টানার বার্তা ভারতের!

ভারত এখন মোবাইল উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ হাব, অ্যাপেলকে মনে করিয়ে দিতে চায় ভারত!

India reportedly opens up on Trump's advice to Apple
Published by: Anwesha Adhikary
  • Posted:May 16, 2025 9:37 am
  • Updated:May 16, 2025 11:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের মতো বড় এবং প্রতিযোগিতাপূর্ণ বাজার কি অন্য কোথাও আছে? অ্যাপেলের কারখানা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসন্তোষের পরেই এমন মন্তব্য় ঘোরাফেরা করছে মোদি সরকারের অন্দরে। সরকারিভাবে অবশ্য ট্রাম্পের মন্তব্য নিয়ে ভারতের তরফে কিছু বলা হয়নি। তবে কেন্দ্রের মত, ট্রাম্পের কথা না ভেবে বাজারের কথা ভাবা উচিত অ্যাপেলের।

বছরখানেক আগে শোনা গিয়েছিল, ভারতে নিজেদের ব্যবসা আরও ছড়িয়ে দিতে চাইছে অ্যাপেল। সেই জন্যই ভারতীয়দের নিয়োগ করার কথা ভাবছে সংস্থার কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে অনুমান, আগামী তিন বছরে অন্তত ৫ লক্ষ ভারতীয়কে নিয়োগ করবে তারা। শুধু তাই নয়, ভারতেই নিজেদের পণ্য উৎপাদনে আগ্রহী মার্কিন সংস্থাটি। আগামী ৪-৫ বছরে অন্তত ৩ লক্ষ কোটি টাকার পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে তাদের। কারণ ভারতে অ্যাপেলের চাহিদা লাফিয়ে বাড়ছে। ২০২৩ সালে এদেশ থেকে অ্যাপেল পণ্যের চাহিদা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে।

Advertisement

কিন্তু টিম কুকের সেই পরিকল্পনায় বাধ সেধেছেন ট্রম্প। অ্যাপেল সিইওর সঙ্গে বৈঠকের সময়ে তিনি স্পষ্ট বলেন, “তুমি আমার বন্ধু। তোমাকে সাহায্য করতে চাই। কিন্তু শুনছি তুমি নাকি গোটা ভারতজুড়ে উৎপাদন করতে চাইছ। আমার কিন্তু সেটা মোটেই পছন্দ নয়। চাইলে তুমি ভারতে অ্যাপেলের পণ্য তৈরি করতেই পারো। কিন্তু ভারতে শুল্কের হার খুব বেশি। তাই ভারতে অ্যাপেলের পণ্য বিক্রি করা খুব কঠিন।” ট্রাম্পের দাবি, ভারত নাকি আমেরিকার জন্য এমন নীতি গ্রহণ করবে যেন মার্কিন পণ্যে কোনও শুল্কই না থাকে। তা সত্ত্বেও ট্রাম্প চান না ভারতে অ্যাপেলের কারখানা হোক।

দোহায় ট্রাম্পের এমন মন্তব্যের কোনও প্রতিক্রিয়া দেয়নি ভারত। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ আধিকারিকের কথায়, “এই নিয়ে এখনই কিছু বলা যাবে না। তবে মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে ভারত এখন মোবাইল উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ হাব। সেই বিষয়টি যদি মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলি বুঝতে পারে তাহলে তাদেরই উন্নতি। অন্যদের সঙ্গে প্রতিযোগিতামূলক মানসিকতা থেকেই সংস্থাগুলি এগিয়ে চলে। অ্যাপেলের ভাবা উচিত যে ভারতের মতো এমন প্রতিযোগিতামূলক বাজার কোথায় পাওয়া যাবে।” কিন্তু ট্রাম্পের আপত্তি সত্ত্বেও কি আর এগোবে অ্যাপেল?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement