Advertisement
Advertisement
Cheetah

দেশে আসছে আরও আটটি চিতা, কুনোয় শিগগিরি শুরু হতে পারে সাফারি!

এযাবৎ চিতা প্রকল্পে খরচ হয়েছে ১১২ কোটি টাকা।

India to get 8 new Cheetahs from Botswana
Published by: Biswadip Dey
  • Posted:April 19, 2025 11:00 am
  • Updated:April 19, 2025 11:00 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে আসছে আরও আটটি চিতা। যার মধ্যে আফ্রিকার দেশ বতসোয়ানা থেকে চারটি আসছে মে মাসেই। বাকি চারটিও তারপর আনা হবে। মধ্যপ্রদেশ সরকারের তরফে এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। জানানো হয়েছে, বতসোয়ানা, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে আরও চিতা আনা নিয়ে নিয়মিত আলোচনা চলছে।

উল্লেখ্য. আজ থেকে ৭০ বছর আগে ভারত থেকে বিলুপ্ত হয়েছিল চিতা। ২০২২ সালে ১৭ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের কুনো অরণ্যে মোট ৮টি নামিবিয়ান চিতাকে ছাড়েন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে গত শুক্রবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ও কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভুপেন্দর যাদবের উপস্থিতিতে পর্যালোচনা বৈঠকে জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ তথা এনটিসিএ জানিয়েছে নতুন করে চিতা ভারতে আনার কথা। তাদের তরফে পেশ করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা ও কেনিয়া থেকে আরও চিতা আনার ব্যাপারা কথাবার্তা চালানো হচ্ছে। দুই দফায় আটটি চিতা আনা হবে। মে মাসে চারটি এবং পরে আরও চারটি আনা হবে। এই মুহূর্তে ভারত ও কেনিয়ার মধ্যে এই নিয়ে চুক্তি হওয়া নিয়ে আলোচনা চলছে।’

Advertisement

বৈঠকে এও জানানো হয়েছে, এযাবৎ চিতা প্রকল্পে খরচ হয়েছে ১১২ কোটি টাকা। যার ৬৭ শতাংশই ব্যয় হয়েছে মধ্যপ্রদেশে চিতাদের পুনর্বাসনের পিছনে। গান্ধীনগর অভয়ারণ্যে পুনর্বাসন দেওয়া হবে নতুন চিতাদের। ওই অভয়ারণ্য রাজস্থানের সীমানায়। আর সেই কারণেই দুই রাজ্যের মধ্যে চুক্তি করা হয়েছে আন্তঃরাজ্য চিতা সংরক্ষিত অঞ্চল তৈরি করা নিয়ে। সেই সঙ্গে এও বলা হয়েছে, এই মুহূর্তে কুনো জাতীয় পার্কে রয়েছে ২৬টি চিতা। যার মধ্যে ১৬টি রয়েছে খোলা অরণ্যে। বাকিদের রাখা হয়েছে খাঁচায়। পাশাপাশি এও জানানো হয়েছে, কুনোয় চিতা সাফারি শুরুর জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে মধ্যপ্রদেশ সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement