সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকুম্ভে স্নান সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাংসদ মহুয়া মাজি। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে উলটে গেল তাঁর। এই দুর্ঘটনায় আহত হয়ে রাঁচির এক হাসপাতালে ভর্তি হয়েছেন জেএমএম সাংসদ। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন মহুয়ার পুত্র ও পুত্রবধূ।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পরিবারকে সঙ্গে নিয়ে প্রয়াগরাজে মহাকুম্ভে স্নান সেরেছিলেন মহুয়া। বুধবার রাতে সেখান থেকে রাঁচি ফিরছিলেন তাঁরা। ৩৯ নম্বর জাতীয় সড়কে ধরে ফেরার সময় ঝাড়খণ্ডের লাতেহার থানা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরিকে সজোরে ধাক্কা মারে মহুয়ার স্করপিও গাড়ি। সংঘর্ষের তীব্রতায় দুমড়ে মুচড়ে যায় সাংসদের গাড়ি। দুর্ঘটনার পর প্রথমে স্থানীয়রাই হাত লাগান উদ্ধারকাজে। গাড়ি থেকে বের করে আনা হয় সকলকে। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে জেএমএম সাংসদকে রাঁচীর অর্কিড হাসপাতালে রেফার করেন চিকিৎসকেরা।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে হাত ভেঙেছে সাংসদের। আহত হয়েছেন তাঁর পুত্র সম্বিত মাজি ও পুত্রবধূ কৃতি শ্রীবাস্তব। তাঁদের গাড়ির চালক ভূপেন্দ্র বাস্কিও আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন মহুয়ার পুত্র সম্বিত। কোনওভাবে তিনি ঘুমিয়ে পড়েছিলেন যার জেরেই ঘটে যায় এই ঘটনা। দুর্ঘটনার কথা জানার পর সাংসদের দ্রুত সুস্থতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী তথা জেএমএম প্রধান হেমন্ত সোরেন। এক্স হ্যান্দেলে তাঁর আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডিও।
উল্লেখ্য, ঝাড়খণ্ডের রাজনীতিতে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পরিবারে ঘনিষ্ঠ বলেই পরিচিত মহুয়া। দীর্ঘ দিন জেএমএম মহিলা মোর্চার সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি। পরে তাঁকে রাজ্যসভায় পাঠানো হয়। গত বছর ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে তাঁকে রাঁচি থেকে প্রার্থী করেছিল দল। যদিও বিজেপি প্রার্থী চন্দ্রশেখর প্রসাদ সিংয়ের কাছে পরাজিত হন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.