Advertisement
Advertisement
Uttar Pradesh

উত্তরপ্রদেশের হাইওয়েতে সাংবাদিককে গুলি করে ‘খুন’, বিশেষ খবর ফাঁসের শাস্তি?

দুষ্কৃতীদের খোঁজে আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Journalist shot dead on Uttar Pradesh highway

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:March 9, 2025 12:14 pm
  • Updated:March 9, 2025 1:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের প্রকাশ্য রাস্তায় ফের সাংবাদিক ‘খুন’ । গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয় তাঁকে। নারকীয় এই ঘটনা উত্তরপ্রদেশের সীতাপুরে। মৃত ওই ব্যক্তির নাম রাঘবেন্দ্র বাজপেয়ী। তিনি একটি হিন্দি দৈনিকের স্থানীয় সংবাদদাতা ছিলেন বলে খবর। কী কারণে এই হত্যা?  বিশেষ কোনও খবর ফাঁসের কারণেই কি এই ‘শাস্তি’? সেই বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। সব দিক খতিয়ে দেখে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে নিজের বাড়িতেই ছিলেন বছর ৩৫-এর রাঘবেন্দ্র। সেসময় তাঁর মোবাইলে একটি ফোন আসে। সেই ফোন পেয়েই তিনি বাইক চালিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। লখনউ-দিল্লি জাতীয় সড়কের উপর দিয়ে তিনি যাচ্ছিলেন। সেসময় আততায়ীরা গাড়িতে তাঁর পিছু নিয়ে বাইকের পিছনে গিয়ে ধাক্কা মারেন। সেই ধাক্কায় রাস্তায় পড়ে যান রাঘবেন্দ্র।

Advertisement

দুষ্কৃতীরা এরপর তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালান। তারপর এলাকা ছাড়েন তাঁরা। স্থানীয়রা উদ্ধার করে রাঘবেন্দ্রকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর বুকে ও মাথায় গুলি লেগেছে বলে খবর। ঘটনার খবর পেয়ে পুলিশ অকুস্থল ও হাসপাতালে যায়। মাহোলি, ইমালিয়া এবং কোতোয়ালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজে আশপাশের এলাকায় তল্লাশি চলছে।

কিন্তু কেন এভাবে গুলি করে মারা হল ওই সাংবাদিককে? তিনি কি কোনও গুরুত্বপূর্ণ খবরের সূত্র পেয়েছিলেন? নাকি কোনও দুষ্কৃতী গ্যাংয়ের বিরুদ্ধে খবর করছিলেন? কেন ফোন পেয়েই দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যান রাঘবেন্দ্র? কে বা কারা ফোন করেছিলেন তাঁকে? সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। মৃতের মোবাইল ফোনটিও পরীক্ষা করা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement