সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বামশাসিত কেরলে (Kerala) প্রকাশ্য সভায় হামাস নেতার ভারচুয়াল ভাষণ নিয়ে তুঙ্গে উত্তেজনা। এমন ঘটনায় আসরে নেমেছে গেরুয়া শিবির। প্রশ্নের মুখে পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) প্রশাসন। শেষ পর্যন্ত চাপে পড়ে মুখ খুললেন কেরলের মুখ্যমন্ত্রী। সোমবার বিজয়ন বলেন, ওই ঘটনার তদন্ত হবে। দোষীরা উপযুক্ত শাস্তি পাবে।
গত শুক্রবার কেরলের মালাপ্পুরমে জামাত-ই-ইসলামির যুব সংগঠন সলিডারিটি ইউথ মুভমেন্টের একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ভারচুয়াল মাধ্যমে ভাষণ দেন হামাস নেতা খালেদ মাশেল। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মঞ্চের টানানো ব্যানারেও রয়েছে খালেদের ছবি। জঙ্গি নেতাকে ভাষণ দিতেও দেখা যায়। ভাষণের ভিডিও (সংবাদ প্রতিদিন ডিজিটাল ভিডিওর সত্যতা যাচাই করেনি) ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। এই ঘটনায় শনিবারই কেরল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন। তিনি বলেন, “মালাপ্পুরমে সলিডারিটি ইভেন্টে হামাস নেতা খালেদ মাশেলের ভারচুয়াল ভাষণ উদ্বেগজনক। পিনারাই বিজয়নের পুলিশ কোথায়?”
হামাস নেতরা ভাষণ নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরও। তাঁদের অভিযোগ, হামাস নেতার ভাষণের ঘটনায় কোনও পদক্ষেপ করছে না কেরল সরকার। এর উত্তরে সোমবার কেরলের মুখ্যমন্ত্রী বলেন, “যদি অন্যায় কিছু ঘটেই থাকে, তবে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” বিজয়ন জানান, হামাস নেতা ওই সভায় ঠিক কী বলছেন তা শোনা হবে। তিনি বলেন, “গোটা বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে চাই আমরা।” একথা বললেও বিজয়ন পালটা অভিযোগ করেন, যাঁরাই প্যালেস্টাইনকে সমর্থন করছেন, তাঁদের ভুয়ো মামলায় ফাঁসাচ্ছে বিজেপি। তিনি গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি দেন, এই ধরনের কাজ কেরলে চলবে না।
উল্লেখ্য, মাল্লাপুরমের সভায় ভাষণ দেওয়া খালেদ মাশেল হামাস পলিটব্যুরোর প্রতিষ্ঠাতা নেতা। ২০১৭ সাল অবধি জঙ্গি সংগঠনের চেয়ারম্যান পদেও ছিলেন তিনি। হামাস নেতা হলেও কখনই গাজায় বসবাস করেননি তিনি। মূলত জর্ডন, সিরিয়া, কাতার এবং মিশর থেকে নেতৃত্ব দেন। ইজরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, খালেদ মাশেল বর্তমানে কাতারে রয়েছেন। তাঁর মোট আর্থিক সম্পদের মূল্য ৪ বিলিয়ন মার্কিন ডলার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.