সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক মাস ধরেই প্রত্যেক ভারতীয়র ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ১২ অঙ্কের আধার নম্বর লিঙ্ক করার উপর বিশেষ জোর দিচ্ছে কেন্দ্র। চলতি বছরের মধ্যেই এই কাজ শেষ করতে ফেলতে হবে। কিন্তু এই প্রক্রিয়া নিয়ে সন্দেহ জেগেছে কয়েকজন গ্রাহকের মনে। তাঁরা এই বিষয়েও নানা প্রশ্নও লিখিতভাবে জানতে চান আধারের নিয়ামক কর্তৃপক্ষ UIDAI-এর কাছে। উত্তরে UIDAI কী জানিয়েছে জানেন?
আধার কর্তৃপক্ষের জবাব, ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক করলে কোনও ব্যক্তিগত তথ্য চুরি যাওয়ার প্রশ্নই ওঠে না। বরং এক্ষেত্রে গ্রাহকদের ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্যের উপর অতিরিক্ত একপ্রস্থ নিরাপত্তার ব্যবস্থা হয়। ব্যাঙ্কের কোনওরকম তথ্য আধার কর্তৃপক্ষের হাতে যাবে না। এই তথ্য সম্পূর্ণ গোপন থাকবে। কেন্দ্রের নিয়া নিয়ম মোতাবেক, দেশের সব নাগরিককেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করাতে হবে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে। নইলে অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যাবে।
কিন্তু কেন সাধারণ মানুষ আধার নিয়ে এতটা চিন্তিত? আসলে মুষ্টিমেয় কয়েকজনের দাবি, আধারের মাধ্যমে কেন্দ্র সাধারণ মানুষের যাবতীয় পদক্ষেপের উপর গোপনে নজরদারি চালাবে। বর্তমানে কেন্দ্র প্রায় প্রত্যেকটি সামাজিক পরিষেবার সঙ্গেই আধারকে যুক্ত করতে চায়। এতে কালো টাকা, দুর্নীতি বা জালিয়াতি রোখা যাবে। UIDAI বুধবার জানিয়েছে, দেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে ৪২টিরও বেশি ব্যাঙ্কের এক হাজারেরও বেশি শাখায় আধার এনরোলমেন্ট করা হচ্ছে। দ্রুত আরও ৫০০টি অতিরিক্ত শাখা খোলা হবে যেখানে ব্যাঙ্কের মধ্যেই আধারের সঙ্গে অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক করা যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.